চট্টগ্রাম রবিবার, ২২ ডিসেম্বর, ২০২৪

চবির অনুষদে ডিন ও হলে প্রভোস্ট নিয়োগ

চবি সংবাদদাতা

২২ সেপ্টেম্বর, ২০২৪ | ৭:১৮ অপরাহ্ণ

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) নয় অনুষদে নতুন ডিন ও হলে প্রভোস্ট নিয়োগ করা হয়েছে। ডিন নির্বাচন অনুষ্ঠিত হওয়ার পূর্ব পর্যন্ত বা পুনরাদেশ না দেয়া পর্যন্ত নিয়োগকৃতরা অনুষদের ডিনের দায়িত্ব এবং প্রভোস্টরা আগামী ১ বছরের জন্য হল প্রভোস্টের দায়িত্ব পালন করবেন।

 

রবিবার (২২ সেপ্টেম্বর) দুপুরে বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার কে এম নূর আহমদ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তির এই নিয়োগের বিষয়টি নিশ্চিত করা হয়।

 

এর আগে গত বুধবার এক প্রজ্ঞাপনের মাধ্যমে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হিসেবে নিয়োগ পান অধ্যাপক ড. মুহাম্মদ ইয়াহ্ইয়া আখতার। আজ ছিলো উপাচার্যের দ্বিতীয় কার্যদিবস। কার্যদিবসের দ্বিতীয় দিনেই দ্রুত একাডেমিক কাজ সচল করার জন্য প্রক্টর, ডিন ও প্রভোস্ট নিয়োগ দেওয়া হয়েছে।

 

নতুন নিয়োগ অনুযায়ী চবির কলা ও মানববিদ্যা অনুষদের ডিন হিসেবে দায়িত্ব পালন করবেন দর্শন বিভাগের অধ্যাপক ড. মো. ইকবাল শাহীন খান, বিজ্ঞান অনুষদের ডিন হিসেবে দায়িত্ব পালন করবেন ইন্সটিটিউট অব ফরেস্ট্রি এন্ড এনভায়রনমেন্টাল সায়েন্সেসের অধ্যাপক ড. মোহাম্মদ আল আমীন, ব্যাবসায় প্রশাসন অনুষদের দায়িত্ব পালন করবেন ফাইন্যান্স বিভাগের অধ্যাপক ড. এস.এম. নছরুল কদির, সমাজ বিজ্ঞান অনুষদের দায়িত্ব পালন করবেন অর্থনীতি বিভাগের অধ্যাপক ড. মো. আলাউদ্দিন মজুমদার, আইন অনুষদের দায়িত্ব পালন করবেন আইন বিভাগের অধ্যাপক ড. মু. জাফর উল্লাহ তালুকদার, জীববিজ্ঞান অনুষদের দায়িত্ব পালন করবেন, প্রাণরসায়ন ও অণুপ্রাণ বিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. মো. আতিয়ার রহমান, ইঞ্জিনিয়ারিং অনুষদের দায়িত্ব পালন করবেন কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ড. মুহাম্মদ সানাউল্লাহ চৌধুরী, মেরিন সায়েন্সেস এন্ড ফিশারিজ অনুষদের দায়িত্ব পালন করবেন ইন্সটিটিউট অব মেরিম সায়েন্সের অধ্যাপক ড. মো. শাহাদাত হোসেন। এছাড়া উপাচার্য অধ্যাপক ড. মুহাম্মদ ইয়াহ্ইয়া আখতার নিজে শিক্ষা অনুষদের ডিনের দায়িত্ব পালন করবেন।

 

চবির বিভিন্ন হলে প্রভোস্ট পদে নিয়োগ পেয়েছেন যারা-

 

সোহরাওয়ার্দী হলে দর্শন বিভাগের অধ্যাপক ড. মো. আব্দুল মান্নান, শাহ জালাল হলে মার্কেটিং ড. ফুয়াদ হাসান, শাহ আমানত হলে মৃত্তিকা বিজ্ঞান বিভাগের গোলাম কীবিরিয়া, আলাওল হলে উদ্ভিদ বিজ্ঞান বিভাগের মোশাররফ হোসেন, এফ রহমান হলে অর্থনীতি বিভাগের তসলিম উদ্দিন, বঙ্গবন্ধু হলে রসায়ন বিভাগের জয়নাল আবেদীন সিদ্দিকী, আব্দুর রব হলে পদার্থ বিদ্যা বিভাগের আরিফুল হক সিদ্দিকী, সূর্যসেন হলে ফরেস্ট্রির ড. শামসুদ্দোজা, প্রীতিলতা হলে আইন বিভাগের ড. মোহাম্মদ শাহিন চৌধুরী, শেখ হাসিনা হলে আইন বিভাগের শারমিন আফরোজ, শামসুন্নাহার হলে ফাইন্যান্স বিভাগের ইসমত আরা, খালেদা জিয়া হলে লোকপ্রশাসন বিভাগের সনিয়া হক ও ফজিলাতুন্নেছা হলে জেনেটিক ইঞ্জিনিয়ারিং বিভাগের এস এম রফিকুল ইসলাম।

 

 

পূর্বকোণ/জুনায়েদ/জেইউ/পারভেজ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট