চট্টগ্রাম সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪

সর্বশেষ:

নেতৃত্বগুণ উন্নয়ন বিষয়ক কর্মশালায় পিসিআইইউ ভলান্টিয়ার্স টিম

বিজ্ঞপ্তি

১৫ সেপ্টেম্বর, ২০২৪ | ১০:১৩ অপরাহ্ণ

বাংলাদেশ ইয়ুথ লিডারশিপ সেন্টার (বিওয়াইএলসি) আয়োজিত নেতৃত্বগুণ ও পেশাগত দক্ষতা উন্নয়ন বিষয়ক কর্মশালায় পোর্ট সিটি ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির প্রতিনিধিত্ব করার সুযোগ পেয়েছে ‘পিসিআইইউ ভলান্টিয়ার্স’ টিম।

 

শনিবার রাজধানী ঢাকায় মহাখালীর মেডোনা টাওয়ারে ক্যারিয়ারএক্স-৪১ নামে এই কর্মশালা অনুষ্ঠিত হয়। দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে সহ-শিক্ষামূলক কার্যক্রমে দায়িত্বরতদের পেশাগত দক্ষতা ও নেতৃত্বগুণ উন্নয়নে এই কর্মশালার আয়োজন করা হয়।

 

পুরো অনুষ্ঠানে বিভিন্ন ধরণের কর্মশালা, ইন্টারেক্টিভ সেশন ও প্রাসঙ্গিক নানা সমস্যা সমাধানে কেস স্টাডির আয়োজন করা হয়। এসব সেশনের মাধ্যমে অংশগ্রহণকারীদের তাত্ত্বিক জ্ঞানের পাশাপাশি ব্যবহারিক দক্ষতা অর্জনেরও সুযোগ তৈরি হয়। জাতীয় পর্যায়ে এমন কর্মশালায় অংশগ্রহণের মাধ্যমে নিজেদের দক্ষতা উন্নয়নের পাশাপাশি আরও সুসংগঠিতভাবে নেতৃত্বগুণের উন্নতির প্রত্যাশা করছেন ‘পিসিআইউ ভলান্টিয়ার্স’ টিমের প্রতিনিধিরা।

 

 

পূর্বকোণ/জেইউ/পারভেজ

শেয়ার করুন