চট্টগ্রাম বুধবার, ১৫ জানুয়ারি, ২০২৫

বানভাসিদের পাশে পিসিআইইউ সাংবাদিকতা বিভাগ

বিজ্ঞপ্তি

২৩ আগস্ট, ২০২৪ | ৯:৫৪ অপরাহ্ণ

দেশের বিভিন্ন অঞ্চলে সাম্প্রতিক বন্যা কবলিত এলাকায় খাদ্যসামগ্রী বিতরণ করেছে পোর্ট সিটি ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির (পিসিআইইউ) সাংবাদিকতা ও গণমাধ্যম অধ্যয়ন বিভাগের শিক্ষার্থীরা।

 

শুক্রবার (২৩ আগস্ট) বিকেলে চট্টগ্রামের ফটিকছড়িতে রান্না করা খাদ্যসামগ্রী বিতরণ সম্পন্ন করেছে বিভাগের বর্তমান ও প্রাক্তন শিক্ষার্থীরা।

 

এছাড়াও আগামীকাল শনিবার খাগড়াছড়ির বিভিন্ন প্রত্যন্ত অঞ্চলগুলোতে শুকনো খাবার বিতরণের উদ্যোগ নেওয়া হয়েছে। যা দুপুর নাগাদ সেখানে পৌঁছাবে।

 

এর আগে গত দুইদিন বিভাগের শতাধিক শিক্ষার্থী ব্যক্তিগত উদ্যোগে বিভিন্ন দলে ভাগ হয়ে চট্টগ্রামের বিভিন্ন স্থান হতে বন্যার্তদের জন্য লক্ষাধিক টাকা সাহায্য তহবিল সংগ্রহ করে।

 

এ প্রসঙ্গে সাংবাদিকতা ও গণমাধ্যম অধ্যয়ন বিভাগের সহযোগী অধ্যাপক দিলরুবা আক্তার বলেন, আমাদের শিক্ষার্থীরা বন্যাদুর্গত এলাকায় সাহায্য করতে নানাভাগে কাজ করছে। আমরা সকলের প্রচেষ্টায় টিম ওয়ার্কের মাধ্যমে বন্যাদুর্গতদের পাশে থাকার চেষ্টা করছি।

 

এছাড়া বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর ও বিভাগটির প্রভাষক তাসলিমা আক্তার ইরিন বলেন, আমাদের শিক্ষার্থীরা যেভাবে দুর্যোগকালীন এতটা সংঘটিতভাবে কাজ করেছেন, তা সত্যিই আমাকে অভিভূত করেছে। দেশের যেকোন ক্রান্তিলগ্নে ছাত্রদের অবদান অনস্বীকার্য।

 

চট্টগ্রামের বন্যাকবলিত এলাকার বিভিন্ন স্থানে প্রায় ছয় শতাধিক পরিবারের মাঝে খাবারসামগ্রী বিতরণের কাজ করছে এই বিভাগের শিক্ষার্থীরা। শিক্ষার্থীদের এই উদ্যোগে পরামর্শ ও বিভিন্ন দিকনির্দেশনা দিয়ে পাশে ছিলেন বিভাগটির শিক্ষকবৃন্দ।

 

পূর্বকোণ/জেইউ/পারভেজ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট