চট্টগ্রাম বুধবার, ১৫ জানুয়ারি, ২০২৫

সর্বশেষ:

শিক্ষার্থীদের কাছে ছাত্রআন্দোলনের গল্প শুনলেন সিআইইউ উপাচার্য

বিজ্ঞপ্তি

৭ আগস্ট, ২০২৪ | ১০:১২ অপরাহ্ণ

বৈষম্যবিরোধী ছাত্রআন্দোলনে সমন্বয়ক হিসেবে অগ্রণী ভূমিকা রাখায় চিটাগং ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটির (সিআইইউর) শিক্ষার্থীদের ভূয়সী প্রশংসা করেছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এম এম নুরুল আবসার।

 

বলেছেন, ছাত্ররাই আমাদের প্রাণ। অতীতেও বাংলাদেশের সংকটাপন্ন মুহূর্তে তারাই জাতিকে মুক্তির পথ দেখিয়েছে। এবারও তারা আবার প্রমাণ করল তারুণ্য-ই এগিয়ে যাওয়ার শক্তি। তাদের হাত ধরেই সূচিত হবে আগামী দিনের স্বপ্নের বাংলাদেশ।

 

বুধবার (৭ আগস্ট) সকালে নগরীর জামালখানের সিআইইউ ক্যাম্পাসের কনফারেন্স রুমে বৈষম্যবিরোধী ছাত্রআন্দোলনে অংশ নেওয়া সিআইইউর শিক্ষার্থীদের সঙ্গে মতবিনিময় করেন উপাচার্য। এ সময় তিনি শিক্ষার্থীদের অভিনন্দন জানিয়ে দেশের চলমান পরিস্থিতি, তারুণ্যের ভাবনা এবং আগামী দিনের করণীয় নিয়ে কথা বলেন।

 

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে আরও উপস্থিত ছিলেন সিআইইউর ট্রেজারার অধ্যাপক ড. ইঞ্জিনিয়ার রশীদ আহমেদ চৌধুরী, বিজনেস স্কুলের ডিন অধ্যাপক ড. সৈয়দ মনজুর কাদের, স্কুল অব ল’র সহকারী ডিন নাজনীন আক্তার, সাবেক ফ্যাকাল্টি মেম্বার ড. শাহ আহমেদ প্রমুখ। এ সময় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহতদের স্মরণে দাঁড়িয়ে এক মিনিট নীরবতা পালন করা হয়। উপাচার্য সিআইইউর শিক্ষার্থীদের বিশ্ববিদ্যালয়কে এগিয়ে নেওয়ার ক্ষেত্রেও তাদের সহযোগিতা কামনা করেন।

 

অনুষ্ঠানে সিআইইউর উপাচার্যের কাছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের দিনগুলি কেমন ছিল তা তুলে ধরেন অংশ নেওয়া সমন্বয়করা। এই সময় অনেকে পুরো আন্দোলনের কথা বলতে গিয়ে আবেগে আপ্লুত হয়ে পড়েন।

 

সমন্বয়কদের মধ্যে সাদমান কাইয়ূম, সাজিদ সামি চৌধুরী, মিনা চৌধুরী, অতীন্দ্রিলা চক্রবর্তী, নাঈমা তাবাস্সুম, কামরুল হাসানসহ অনেকে উপস্থিত ছিলেন।

 

পূর্বকোণ/জেইউ/পারভেজ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট