চট্টগ্রাম বুধবার, ১৫ জানুয়ারি, ২০২৫

শিক্ষকদের পাশাপাশি আন্দোলনে কর্মকর্তা-কর্মচারীরাও

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে সর্বাত্মক কর্মবিরতি ঘোষণা

চবি সংবাদদাতা

৩০ জুন, ২০২৪ | ৯:১৫ অপরাহ্ণ

অর্থ মন্ত্রণালয়ের পেনশন সংক্রান্ত প্রজ্ঞাপনকে বৈষম্যমূলক আখ্যা দিয়ে তা প্রত্যাহারের দাবিতে আন্দোলন করে আসছে পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা। এবার বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি ফেডারেশনের আহ্বানে সর্বাত্মক কর্মবিরতির ঘোষণা দিয়েছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) শিক্ষক সমিতি।

 

রবিবার (৩০ জুন) সন্ধ্যায় এ সংক্রান্ত একটি বিজ্ঞপ্তি দেয় চবি শিক্ষক সমিতি।

 

এতে বলা হয়, দাবি আদায় না হওয়া পর্যন্ত সর্বাত্মক কর্মবিরতি পালন করবেন তারা। এ সময় সকল ক্লাস-পরীক্ষা, দাপ্তরিক কাজ, সভা-সেমিনার, কনফারেন্স, ওয়ার্কশপসহ সব ধরনের কাজ বন্ধ রাখার ঘোষণা তাদের।

 

এদিকে এই প্রজ্ঞাপন থেকে পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোর অন্তর্ভুক্তি প্রত্যাহারের দাবিতে রবিবার সকাল ১০টা থেকে দুপুর ২টা পর্যন্ত কর্মবিরতি পালন করেছে চবি অফিসার্স সমিতি। আন্তঃবিশ্ববিদ্যালয় অফিসার্স ফেডারেশনের আহ্বানে তারা এ কর্মসূচি পালন করেন।

 

একই দাবিতে রবিবার সকাল ১১টায় প্রশাসনিক ভবনের সামনে মানববন্ধন করে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কর্মচারী সমিতি। এছাড়া সোম, মঙ্গল ও বুধবার অর্ধদিবস কর্মবিরতির ঘোষণা দিয়েছে সংগঠনটি। এর আগে একই দাবিতে চবি কর্মচারী ইউনিয়নও কর্মসূচি পালন করে।

 

 

পূর্বকোণ/জুনায়েদ/জেইউ/পারভেজ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট