চট্টগ্রাম রবিবার, ৩০ জুন, ২০২৪

সর্বশেষ:

৩০ জুন শুরু এইচএসসি-সমমান পরীক্ষা

চট্টগ্রাম বোর্ডে পরীক্ষার্থী ১ লাখ ৬ হাজার জন

নিজস্ব প্রতিবেদক

২৭ জুন, ২০২৪ | ১১:৩৬ পূর্বাহ্ণ

আগামী ৩০ জুন থেকে চট্টগ্রামসহ সারাদেশে একযোগে শুরু হচ্ছে উচ্চ মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এইচএসসি) ও সমমান পরীক্ষা।

 

এবারের এইচএসসি পরীক্ষায় চট্টগ্রামের মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষাবোর্ডের অধীনে শিক্ষাপ্রতিষ্ঠান থেকে অংশ নিচ্ছে ১ লাখ ৬ হাজার ৩৪ জন শিক্ষার্থী। চট্টগ্রামের ২৮৭টি কলেজের এসব শিক্ষার্থী ১১৫টি কেন্দ্রে পরীক্ষায় অংশ নেবে। বিগত বছরের তুলনায় এবার চট্টগ্রামে পরীক্ষার্থীর সংখ্যা বেড়েছে ৩ হাজার ৫৬৬ জন। গতবছর ২৭৯টি কলেজের ১ লাখ ২ হাজার ৪৬৮ জন পরীক্ষার্থী ছিল।

 

চট্টগ্রাম শিক্ষাবোর্ডের পরীক্ষা শাখা সূত্রে জানা যায়, এ বছর এইচএসসি পরীক্ষার্থীদের মধ্যে ছাত্র ৪৮ হাজার ৩৩২ জন এবং ছাত্রী ৫৭ হাজার ৬৯৮ জন। এ বছর বিজ্ঞান বিভাগ থেকে ২৩ হাজার ৫৩২ জন, ব্যবসায় শিক্ষা বিভাগ থেকে ৩৬ হাজার ২২৫ জন আর মানবিক থেকে ৪৬ হাজার ২৭৩ জন পরীক্ষায় অংশ নিচ্ছে। গতবছর বিজ্ঞান বিভাগ থেকে পরীক্ষায় বসেছিল ২০ হাজার ৭৪৫ জন, মানবিক থেকে ৪৬ হাজার ৭৪৬ জন ও ব্যবসায় শিক্ষা বিভাগ থেকে ৩৪ হাজার ৯৭০ জন পরীক্ষায় বসেছিল।

পূর্বকোণ/এসএ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট