চট্টগ্রাম শনিবার, ২৭ জুলাই, ২০২৪

সর্বশেষ:

চবি শাটলের শিডিউল বৃদ্ধির দাবিতে ছাত্র ইউনিয়নের অবস্থান কর্মসূচি

চবি সংবাদদাতা

২০ মে, ২০২৪ | ১০:৩৭ অপরাহ্ণ

পরিবহন সংকট, আবাসন সংকট নিরসনসহ শাটলের শিডিউল বৃদ্ধি ও ফ্যান চালুর দাবিতে অবস্থান কর্মসূচি পালন করেছে ছাত্র ইউনিয়ন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) শাখা।

 

সোমবার (২০ মে) দুপুরে বিশ্ববিদ্যালয় প্রশাসনিক ভবনের সামনে এই অবস্থান কর্মসূচি পালন করা হয়।

 

চবি শাখা ছাত্র ইউনিয়নের সভাপতি সুদীপ্ত চাকমার সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক ইফাজ উদ্দিন আহমদ ইমুর সঞ্চালনায় অবস্থান কর্মসূচিতে নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।

 

ছাত্র ইউনিয়ন চবি সংসদের সভাপতি সুদীপ্ত চাকমা বলেন, এই তীব্র তাপদাহের মধ্যে শাটল ট্রেনে গাদাগাদি করে যাতায়াত করা একজন সুস্থ মানুষের পক্ষে সম্ভব না। বিশ্ববিদ্যালয় প্রশাসন এখনও পর্যন্ত শিক্ষার্থীদের মানুষ মনে করতে পারেনি। বিশ্ববিদ্যালয় প্রশাসন যদি সত্যিকার অর্থে শিক্ষার্থীবান্ধব হত তাহলে শিক্ষার্থীদের সমস্যার সমাধান করার চেষ্টা করত। অনতিবিলম্বে শাটল ট্রেনে ফ্যান চালু করতে হবে এবং আবাসিক হল থেকে অছাত্রদের বহিষ্কার করে সিট বরাদ্দ দিতে হবে। আবাসন ও পরিবহন সমস্যার সমাধান না হওয়া পর্যন্ত ছাত্র ইউনিয়ন তার কর্মসূচি অব্যাহত রাখবে এবং সাধারণ শিক্ষার্থীদেরকে নিয়ে তীব্র আন্দোলন গড়ে তুলবে।

 

 

পূর্বকোণ/জুনায়েদ/জেইউ/পারভেজ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট