চট্টগ্রাম সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪

পিসিআইইউ ভলান্টিয়ার্সের শেয়ারিং হ্যাপিনেস ইভেন্টের সমাপ্তি

বিজ্ঞপ্তি

১৬ মে, ২০২৪ | ১:০০ পূর্বাহ্ণ

চট্টগ্রামের পোর্ট সিটি ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির অফিশিয়াল ফোরাম পিসিআইইউ ভলান্টিয়ার্সের উদ্যোগে দুই মাস ব্যাপী ‘শেয়ারিং হ্যাপিনেস ৪.০’ এর সমাপ্তি ঘটেছে।

মঙ্গলবার (১৪ মে) সন্ধ্যায় নগরীর একটি রেস্টুরেন্টে এক অনুষ্ঠানের মাধ্যমে এ কার্যক্রমের সমাপ্তি ঘটে।

ফোরামের সভাপতি ফাহমিদা কাদের নওরীনের সভাপতিত্বে অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ও পিসিআইইউ ভলান্টিয়ার্সের কো-অর্ডিনেটর এসএম ওসমান গণি, সহকারী প্রক্টর আকিব যায়েদ ইসলাম, রাফিউল ইসলাম, রায়হানুজ্জামান, তাসলিমা আক্তার ইরিন ও আরফাত ইসলাম।

অনুষ্ঠানের শুরুতে বিমান দুর্ঘটনায় নিহত স্কোয়াড্রন লিডার অসীম যাওয়াদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়।

আলোচনা সভায় প্রক্টর ওসমান গণি বলেন, সৃষ্টিকর্তার সন্তুষ্টি অর্জনের লক্ষ্যে শেয়ারিং হ্যাপিনেস প্রোগ্রাম পরিচালনা করে পিসিআইইউ ভলান্টিয়ার্স। প্রতিষ্ঠালগ্ন থেকে এ সংগঠন সমাজের অসহায় মানুষের জন্য কাজ করে। তাদের এ কাজের ধারাবাহিকতা বজায় থাকুক এ কামনা করি।

শেয়ারিং হ্যাপিনেস ইভেন্টের মাধ্যমে গত দুই মাসে এ সংগঠন দুই জন নারী ও দুইজন পুরুষকে স্বাবলম্বী করার লক্ষ্যে সেলাই মেশিন, রিকশা ও ভ্যান উপহার দেয়।

শেষে পিসিআইইউ ভলান্টিয়ার্সদের মধ্যে তিন পর্বে পুরস্কার বিতরণ করা হয়।

পূর্বকোণ/জেইউ

শেয়ার করুন