মহান স্বাধীনতার ৫৪তম দিবসে মুক্তিযুদ্ধে দেশমাতৃকার জন্য প্রাণ উৎসর্গকারী বীর মুক্তিযোদ্ধাদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেছেন পোর্ট সিটি ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ডিবেট ফোরামের (পিসিডিএফ) বিতার্কিকরা।
মঙ্গলবার (২৬ মার্চ) সকাল ১০টায় নগরীর চট্টগ্রাম সিটি কর্পোরেশন মিউনিসিপ্যাল মডেল হাই স্কুল অ্যান্ড কলেজ সংলগ্ন শহিদ মিনার বেদীতে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে বাংলার সূর্যসন্তান বীর মুক্তিযোদ্ধাদের প্রতি শ্রদ্ধা জানান তারা।
এ সময় উপস্থিত ছিলেন পিসিডিএফের কনভেনর আসফিউল ইনকিয়াদ, সহকারী অর্থ সম্পাদক ফয়সাল আহমেদ, সিনিয়র বিতার্কিক মহিউদ্দিন মারুফসহ বিভিন্ন ডিপার্টমেন্টের বিতার্কিকরা।
পূর্বকোণ/জেইউ/পারভেজ