আইন বিষয়ক যুক্তিগুলো সবার কাছে ছড়িয়ে দিতে চিটাগং ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটিতে (সিআইইউতে) অনুষ্ঠিত হলো ‘লিগ্যাল ডিবেট কমপিটিশান-২০২৪’ এর জমজমাট ফাইনাল।
সম্প্রতি নগরীর জামালখানের সিআইইউ ক্যাম্পাসের অডিটোরিয়ামে স্কুল অব ল এই প্রতিযোগিতার আয়োজন করে।
এতে বিশ্ববিদ্যালয়ের আইন অনুষদের শিক্ষার্থীরা ছাড়াও চট্টগ্রামের খ্যাতনামা আইনজীবী এবং শিক্ষকরা উপস্থিত ছিলেন। প্রতিযোগিতায় মোট ১৬টি দল অংশ নেয়। সেখান থেকে দুটি দলকে বিজয়ী ঘোষণা করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সিআইইউর উপাচার্য ড. মাহফুজুল হক চৌধুরী। তিনি বলেন, মানবাধিকার এবং আইন বিষয়ক নানা যুক্তিগুলো নিয়ে নিয়মিত আলোচনা হলে বদলে যাবে আমাদের সমাজটা। আর তাই বেশি বেশি শিক্ষার্থীদের বিতর্ক চর্চায় অংশ নিতে হবে।
বিশেষ অতিথির বক্তব্যে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের সাবেক ডিন অধ্যাপক এবিএম আবু নোমান এই ধরনের আয়োজন শিক্ষার্থীদের চিন্তাশীল ও যুক্তিবাদী হওয়ার অনুপ্রেরণা জোগাবে বলে অনুষ্ঠানে মন্তব্য করেন।
সিআইইউর স্কুল অব ল’র সহকারী ডিন নাজনীন আক্তারের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য দেন অনুষদের উপদেষ্টা অধ্যাপক শিফাত শারমীন। শুভেচ্ছা বক্তব্য দেন প্রভাষক মোহাম্মদ ফারুক হোসাইন।
প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয় দল ‘দুর্দনমনীয়’। অপরদিকে রানার্স আপ হয় ‘ননকনফর্মিস্ট’ দলের সদস্যরা। শারাওয়াত মুনির সাকিফা এতে সেরা বক্তার পুরস্কার লাভ করেন।
পূর্বকোণ/জেইউ/পারভেজ