চট্টগ্রামের ইংলিশ মিডিয়াম স্কুলের ইংলিশ ভার্সনের শিক্ষার্থীদের নিয়ে স্পায়ার ফাউন্ডেশনের উদ্যোগে ‘স্পায়ার স্কলারশিপ পরীক্ষা- ২৩’ সম্পন্ন হয়েছে।
শুক্রবার (২৭ অক্টোবর) দুই শিফটে সকাল ৮টা থেকে সাড়ে ৯টা এবং সাড়ে ১০টা থেকে ১২টা পর্যন্ত নগরীর ৩টি কেন্দ্রে এ পরীক্ষা অনুষ্ঠিত হয়। পরীক্ষায় নগরীর বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের প্রায় ৬ শ শিক্ষার্থী অংশ নেন।
প্রতিযোগিতার এই বিশ্বে স্পায়ারের এমন আয়োজনকে ইতিবাচক বলছেন অভিভাবকরা। পাশাপাশি নিজেদের মেধাকে শাণিত করতে এই বৃত্তি পরীক্ষা বিরাট ভূমিকা রাখার প্রত্যাশা শিক্ষার্থীদেরও।
এমন বৃত্তি প্রতিযোগিতার মাধ্যমে শিক্ষার্থীরা নিজেদের অবস্থান যাচাইয়ের পাশাপাশি শিক্ষা ক্ষেত্রে প্রতিযোগিতা করার যোগ্যতা ও সাহস আরো বৃদ্ধি করার প্রত্যাশা স্পায়ার ফাউন্ডেশন কতৃপক্ষের।
২০১৬ সাল থেকেই স্পায়ার ফাউন্ডেশন ইংলিশ মিডিয়াম এবং ইংলিশ ভার্সনের শিক্ষার্থীদের মধ্যে সামাজিক দায়বদ্ধতা তৈরির পাশাপাশি তাদের দেশপ্রেম, নৈতিকতা, মূল্যবোধের বিকাশে নিরন্তর প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। এরই একটি অংশ এই স্পায়ার ফাউন্ডেশন।
পূর্বকোণ/জেইউ/পারভেজ