চট্টগ্রাম সোমবার, ০৭ অক্টোবর, ২০২৪

সর্বশেষ:

কারিগরিতে স্থগিত চার বিষয়ের এইচএসসি পরীক্ষার নতুন তারিখ নির্ধারণ

অনলাইন ডেস্ক

১৩ আগস্ট, ২০২৩ | ৮:০৫ অপরাহ্ণ

কারিগরি শিক্ষা বোর্ডের অধীন এইচএসসির (বিএম/বিএমটি) স্থগিত হওয়া প্রথম চারটি বিষয়ের পরীক্ষার নতুন তারিখ নির্ধারণ করা হয়েছে। পরিবর্তিত সময় অনুযায়ী এই চার বিষয়ে আগামী ১৭, ১৯, ২১ ও ২৪ সেপ্টেম্বর পরীক্ষা অনুষ্ঠিত হবে।

 

রবিবার (১৩ আগস্ট) এ নতুন তারিখ বোর্ডের ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে।

 

এদিকে চট্টগ্রাম শিক্ষাবোর্ডের অধীন স্থগিত হওয়া এইচএসসির প্রথম ৪টি বিষয়ের পরীক্ষার নতুন তারিখ নির্ধারণ করা হয়েছে। এ চার বিষয়ের পরীক্ষা যথাক্রমে ২৭ সেপ্টেম্বর, ১, ৩ ও ৫ অক্টোবর অনুষ্ঠিত হবে।

 

চারটি বিষয় হলো-বাংলা প্রথম ও দ্বিতীয় পত্র এবং ইংরেজি প্রথম ও দ্বিতীয় পত্র। এ চার বিষয়ের পরীক্ষা আগের রুটিন অনুযায়ী ১৭, ২০, ২২ ও ২৪ আগস্ট অনুষ্ঠিত হওয়ার কথা ছিল।

 

অন্যদিকে মাদ্রাসা শিক্ষাবোর্ডের অধীন প্রথম ৪টি বিষয়ের পরীক্ষা যথাক্রমে ১, ৩, ৫ ও ৮ অক্টোবর অনুষ্ঠিত হবে। চারটি বিষয় হলো-কুরআন মাজিদ, আরবি প্রথম পত্র (সাধারণ বিভাগ ও আরবি সাহিত্য (বিজ্ঞান ও মুজাব্বিদ মাহির বিভাগ), বাংলা প্রথম পত্র ও বাংলা দ্বিতীয় পত্র। এ চার বিষয়ের পরীক্ষাও আগের রুটিন অনুযায়ী ১৭, ২০, ২২ ও ২৪ আগস্ট অনুষ্ঠিত হওয়ার কথা ছিল।

 

পূর্বকোণ/জেইউ/পারভেজ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট