চট্টগ্রাম শনিবার, ২৮ ডিসেম্বর, ২০২৪

সর্বশেষ:

এইচএসসির ফরম পূরণের সময় বাড়ল

অনলাইন ডেস্ক

১৬ জুলাই, ২০২৩ | ১০:০০ অপরাহ্ণ

চলতি বছরের এইচএসসি পরীক্ষার ফরম পূরণের সময় বাড়ানো হয়েছে। নতুন সূচি অনুযায়ী, ২০২৩ সালের এইচএসসি পরীক্ষার্থীদের ফরম পূরণের চলমান কার্যক্রম বিলম্ব ফি ছাড়া ১৮ জুলাই পর্যন্ত বাড়ানো হয়েছে। সোনালী সেবার মাধ্যমে ফি দেওয়ার সময় ১৯ জুলাই পর্যন্ত পুনর্নির্ধারণ করা হয়। 

রোববার ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর মো. আবুল বাশারের সই করা অফিস আদেশ থেকে এ তথ্য জানা গেছে। এতে আরও বলা হয়, বিলম্ব ফিসহ শিক্ষার্থীদের ফরম পূরণের সময় ২০ জুলাই থেকে ২৫  জুলাই পর্যন্ত বাড়ানো হলো। সোনালী সেবার মাধ্যমে ফি দেওয়ার সময় ২৬ জুলাই পর্যন্ত পুনর্নির্ধারণ করা হলো।

 

পূর্বকোণ/আরআর/পারভেজ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট