চট্টগ্রাম বুধবার, ১৫ জানুয়ারি, ২০২৫

সিআইইউর ৩৩তম সিন্ডিকেট সভায় বাজেট অনুমোদন

বিজ্ঞপ্তি

৭ জুন, ২০২৩ | ১১:৩৭ অপরাহ্ণ

বিশ্ববিদ্যালয়ের সামগ্রিক উন্নয়ন কর্মকাণ্ডকে আগামীদিনের জন্য প্রাধান্য দিয়ে চিটাগং ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটিতে (সিআইইউতে) ২০২৩-২০২৪ অর্থবছরের বার্ষিক বাজেট অনুমোদন দেওয়া হয়েছে।

 

আজ বুধবার (৭ জুন) সকালে নগরীর জামাল খানের সিআইইউ ক্যাম্পাসের কনফারেন্স রুমে অনুষ্ঠিত ৩৩তম সিন্ডিকেট সভায় এ বাজেট অনুমোদন দেয়া হয়।

 

এতে সভাপতিত্ব করেন সিআইইউ উপাচার্য ড. মাহফুজুল হক চৌধুরী। এ সময় তিনি বাজেটের নানান দিক আলোচনা করার পাশাপাশি সিআইইউর গবেষণাখাতে ও শিক্ষার্থীদের পড়ালেখায় সুযোগ সুবিধা বৃদ্ধি করার বিষয়ে অভিমত তুলে ধরেন। সভায় ইউজিসি মনোনীত নতুন সিন্ডিকেট সদস্য অধ্যাপক ড. শেখ মোহাম্মদ হুমায়ন কবিরকেও স্বাগত জানান উপাচার্য।

 

সিআইইউর রেজিস্ট্রার আনজুমান বানু লিমার সঞ্চালনায় সিন্ডিকেট সভায় আরও উপস্থিত ছিলেন ট্রাস্টি আমির হুমায়ুন মাহমুদ চৌধুরী, প্রকৌশলী আলী আহমেদ ও দিলরুবা আহমেদ, শিক্ষা মন্ত্রণালয়ের যুগ্ম সচিব মুকেশ চন্দ্র বিশ্বাস, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. আইয়ুব ইসলাম, সিআইইউর বিজনেস স্কুলের ডিন অধ্যাপক ড. সৈয়দ মনজুর কাদের, স্কুল অব সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং অনুষদের ডিন অধ্যাপক ড. মোহাম্মদ রেজাউল করিম ও কাউন্সিল অ্যাফেয়ার্স সেকশনের ইনচার্জ রুমা দাশ।

 

পূর্বকোণ/জেইউ/পারভেজ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট