
গ্লোবাল ভিলেজের এই যুগে দেশ থেকে অনেকেই উচ্চতর শিক্ষা গ্রহণ ও পেশাগত ক্যারিয়ার গড়তে যুক্তরাজ্য, আমেরিকা, অস্ট্রেলিয়া, কানাডাসহ ইউরোপের উন্নত দেশগুলোতে পাড়ি জমাচ্ছেন। এদের অনেকেই স্নাতক, স্নাতকোত্তর অথবা পিএইচডি করতে যান। সুতরাং, আপনি বাইরের দেশে পড়াশোনা করতে চাইলে আপনি যে ইংরেজিতে পড়াশোনা/কথোপকথন করতে পারবেন তার একটা প্রমাণ থাকতে হয়। সেই দক্ষতা প্রমাণ করতেই আইইএলটিএস স্কোর লাগে। আর আমেরিকার কিছু বিশ্ববিদ্যালয় বাদে সারা বিশ্বে আইইএলটিএস সমাদৃত। এমনকি কিছু প্রোগ্রামে আইইএলটিএস না-চাইলেও ভিসা অফিস এর চাহিদার তালিকায় আইইএলটিএস থাকে। এছাড়া উন্নত দেশগুলোতে মাইগ্রেশান করতে চাইলেও আইইএলটিএস স্কোর থাকতে হয়। সুতরাং বুঝতেই পারছেন বিদেশে পড়াশোনা এবং চাকুরীর জন্য আইইএলটিএস এর কোন বিকল্প নেই। আর আপনার সেই স্বপ্নপূরণে এগিয়ে এসেছে বাণিজ্যিক রাজধানী চট্টগ্রামে দেশ ও বিদেশে ইংরেজী ভাষায় বিশেষ দক্ষতায় সমৃদ্ধ ৫ তরুণ উদ্যোক্তার সফল বাস্তবায়ন ‘The English Academy’, যা ইতোমধ্যে IELTS, SPOKEN ENGLISH ও KIDS ENGLISH প্রোগ্রামের মাধ্যমে নগরীর ক্যারিয়ার সচেতনদের আস্থা জয় করে নিয়েছে। শিক্ষানুরাগী এই উদ্যোক্তারা হলেন মো. ইসরাফুল আলম, আকিবুল ইসলাম, মুহাম্মদ নিবরাস, আনিস সামসুদ্দিন এবং সৈয়দ রাকিন মাহমুদ।
আন্তর্জাতিক মানের শিক্ষাক্রম এবং দক্ষ শিক্ষক : এ প্রসঙ্গে প্রতিষ্ঠানের ম্যানেজার অপারেশান আতিক ফায়সাল ফাহিম বলেন, এখানে বৃটিশ কাউন্সিল প্রণীত কোর্স কারিকুলামকে অত্যন্ত আকর্ষণীয় এবং সহজভাবে উপস্থাপন করছেন দেশ ও বিদেশের খ্যাতিমান বিশ্ববিদ্যালয় থেকে সর্বোচ্চ ডিগ্রীধারী এবং আইইএলটিএস টেষ্টে সর্বোচ্চ স্কোরপ্রাপ্ত প্রশিক্ষকবৃন্দ। লিসনিং, স্পিকিং এবং প্রেজেন্টশনের তত্ত্বাবধান করছেন সবার প্রিয় প্রশিক্ষক সৈয়দ রাকিন মাহমুদ যিনি মালয়েশিয়া ইউনিভার্সিটি অব সায়েন্স এন্ড টেকনোলজী থেকে বায়োটেকনলজীতে গ্র্যাজুয়েশন শেষে মালয়েশিয়ার মানিপাল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি থেকে ইন্টারন্যাশনাল বিজনেস বিষয়ে এমবিএ সম্পন্ন করেছেন। তিনি টেইলরস ইউনিভার্সিটি রিসার্চ এন্ড ডেভলপমেন্ট বিভাগের একজন রিসার্চ এনালিস্ট।
আরও রয়েছেন স্পোকেন ইংলিশ এবং কিডস ইংলিশ ইনসট্রাক্টর সামিনা সফিক, যিনি আল হুদা ইনস্টিটিউট, কানাডা থেকে প্রশিক্ষনপ্রাপ্ত, আইইএলটিএস ইন্সট্রাক্টর নিশাত শাওলি ইসলাম, বিবিএ (নর্থ সাউথ ইউনিভার্সিটি), এমএসসি, (ইন্টারন্যাশনাল বিজনেস ম্যানেজমেন্ট, নর্থাম্ব্রিয়া ইউনিভার্সিটি, যুক্তরাজ্য) এবং স্পোকেন ইংলিশ ইন্সট্রাক্টর, মো. রকিবুল কবির, প্রাক্তন শিক্ষক, চিটাগং গ্রামার স্কুল। এছাড়া আইইএলটিএস টেষ্টে সর্বোচ্চ স্কোরপ্রাপ্ত অন্যান্য প্রশিক্ষকগণতো রয়েছেনই।
IELTS কোর্স : শিক্ষার্থীদের সুবিধার্থে IELTS-Standard (৩মাস), IELTS-Executive(৪ মাস), IELTS -crash ( ১.৫মাস) এই তিনটি প্রোগ্রামে ভাগ করা হয়েছে IELTS কোর্সটিকে। IELTS-Standard কোর্সটি সাধারণ শিক্ষার্থীদের জন্য।আর চাকুরীজীবী শিক্ষার্থীদের কথা চিন্তা করে ‘EXECUTIVE IELTS’ কোর্সটি প্ল্যান করা হয়েছে। আমাদের ‘EXECUTIVE IELTS’ কোর্সটিতে শিক্ষার্থীরা প্রতি শুক্রবার ক্লাস করতে পারবেন। ক্লাস গুলোর সময়সীমা হবে ৩ ঘন্টা ব্যাপী। IELTS –crash হলো জরুরিভাবে বিদেশগামীদের জন্য যাদের দ্রুত কোর্স শেষ করা প্রয়োজন। তিনিটি প্রোগ্রামেই কারিকুলাম একই, শুধু ক্লাস সংখ্যা ও ক্লাসের সময়সীমার তারতম্য করা হয়েছে। সাথে থাকছে ফ্রী বই এবং কোর্স মেটেরিয়াল! বৃটিশ কাউন্সিলের IELTS REGISTRATION CENTRE আমাদের এই একাডেমি।
ব্রিটিশ কাউন্সিল থেকে প্রশিক্ষণপ্রাপ্ত IELTS বিশেষজ্ঞ ইনস্ট্রাক্টররা সর্বাত্মক ভূমিকা রাখেন শিক্ষার্থীদের আত্মবিশ্বাস জোগাতে। পরীক্ষার বিভিন্ন কৌশল নিয়ে ক্লাস শেষে দেয়া হয় পাঠ্য বিষয়ে সলভশীট, যা কাঙ্ক্ষিত স্কোর পেতে সাহায্য করে ।
একাডেমিক ক্লাস শেষ হবার পর থাকে ফাইনাল এক্সাম পরিবেশে ৩০টি ফ্রি মক টেস্ট! যার দ্বারা নিজেকে বার বার যাচাই করতে পারবে শিক্ষার্থীরা।
SPOKEN ENGLISH : দৈনন্দিন জীবনে ইংরেজি ভাষায় দক্ষ হওয়ার কোন বিকল্প নেই। ইংরেজি ভাষায় দক্ষতা বাড়াতে আমাদের “স্পোকেন ইংলিশ” কোর্স টি অনন্য। আমাদের ইন্সট্রাক্টররা যত্নের সাথে ইংরেজি ভাষা আয়ত্ত করতে আপনাকে সহায়তা করবেন তার সাথে পাচ্ছেন ক্লাসে প্রতিদিন অনুশীলনের সুযোগ।English Language Learning এর উপর বিশেষ গবেষণালব্ধ বই সমূহের সমন্বয়ে নির্মিত কোর্স মেটেরিয়ালস, Presentation, Debate & Interview Session শিক্ষার্থীদের ইংরেজিতে Fluent করে তুলতে বিশেষ ভূমিকা রাখবে।।
কর্মজীবিদের কথা বিবেচনা করে ডিজাইন করা হয়েছে ‘এক্সিকিউটিভ স্পোকেন ইংলিশ’ প্রোগ্রাম। কোর্সটি তে শিক্ষার্থীদের জন্য প্রতি শুক্রবার ক্লাসের ব্যবস্থা রাখা হয়েছে ।
KIDS ENGLISH : ছোট্ট সোনামনিদের ইংরেজি শিখার ভিত গড়ে দিতে আমাদের এই প্রোগ্রাম। এখানে খেলাধুলা এবং Activities এর মাধ্যমে উন্নতমানের ক্লাসরুম ব্যবহার করে আমরা Lesson দিয়ে থাকি। বিভিন্ন বিনোদন মূলক আয়োজন যেমন (ভিডিও, কার্টুন, এনিমেশন) ইত্যাদির মাধ্যমে ইংরেজির মূল বিষয়বস্তু গুলো বাচ্চাদের সামনে উপস্থাপন করা হয় প্রাঞ্জলভাবে। আমাদের দক্ষ শিক্ষকগণ বিনোদনের সাথে ছবি, ধাঁধা সমাধান, পরীক্ষা, উচ্চারণ, বাক্য তৈরি, কবিতা, ব্যবহারিক কাজ, হ্যান্ডরাইটিং, কার্টুন এবং চলচ্চিত্র দিয়ে ইংরেজি শেখান ক্ষুদে শিক্ষার্থীদের। এতে ইংরেজিতে শব্দভাণ্ডার ও কথা বলার Fluency বৃদ্ধির সাথে সাথে আপনার ছোট্ট সোনামনিরা হয়ে ওঠে সাবলীল ও আত্মবিশ্বাসী!
ডিজিটাল প্রযুক্তি ও ব্যতিক্রমী পদ্ধতি : প্রতিষ্ঠানের পরিচালক (একাডেমিক সার্ভিস) সৈয়দ রাকিন মাহমুদ বলেন, ‘সুশৃংখল ও আকর্ষণীয় পাঠপরিকল্পনার মাধ্যমে LISTENING, WRITING, READING ও SPEAKING এই চারটি মড্যুল এবং PHONETICS এবং PHONOLOGY উপর আধুনিক কোর্স মেট্যারিয়াল ও মেথডের কারণে শিক্ষার্থীদের ইংরেজী দক্ষতায় আমূল পরিবর্তন এসেছে। এখানে আমরা গতানুগতিক পদ্ধতি অনুসরণ না করে প্রতিটি নির্দিষ্ট কাজ, প্রেক্ষাপট এবং শিক্ষার্থীর জন্য উপযুক্ত কৌশল এবং ক্রিয়াকলাপগুলি বেছে নেই। ফোকাস করি অনুপ্রেরণার উপর এবং শিক্ষার্থীদের স্বাধীনচিন্তার উপর, যাতে তারা অনুপ্রাণিত হয়। ক্লাসের বাইরেও থাকছে Quiz, Reading & Writing Competition। পাশাপাশি এখানে শীতাতপ নিয়ন্ত্রিত সীমিত আসনের প্রতিটি ক্লাসে ব্যবহার করা হচ্ছে Multimedia projector & Surrounding Sound System|ডিজিটাল প্রযুক্তির এই ব্যবহার ভোকাব্যুলারী ও গ্রামার শিখন পদ্ধতিকে করেছে সহজ ও আনন্দময়।
চ্যাট ক্লাব ও মুভি ক্লাব : The English Academy –তে কোর্স করতে আসা শিক্ষার্থীদের কাছে অন্যতম প্রধান আকর্ষণ এখানকার চ্যাট ও মুভি ক্লাব। কোর্স শেষ করার পর ৬ মাস ধরে প্রতিটি শিক্ষার্থী এতে অংশগ্রহণের সুযোগ পাবে। সপ্তাহে ৬দিন প্রতিদিন ১ ঘন্টা পারস্পরিক চ্যাটিং এর মাধ্যমে শিক্ষার্থীরা তাদের দক্ষতা শাণিত করে। শুক্রবার মুভি ক্লাবে দেখানো ইংলিশ মুভির উপর থাকে তাৎক্ষণিক প্রশ্নোত্তর পর্ব। যাচাই করা হয় Listening & Spoken Abilty । সফলরা পান সার্টিফিকেট। এর ফলে শিক্ষার্থীদের আত্মবিশ্বাস বৃদ্ধি পায়।
পরিশেষে একাডেমীর CEO মো. ইসরাফুল আলম, বিবিএ (মানিপাল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি, মালয়েশিয়া) বলেন, ‘আমাদের ব্যতিক্রমী্ সব আয়োজনের কারণে আইইএলটিএস পরীক্ষায় আমাদের ছাত্রছাত্রীদের স্কোর ক্রমেই বেড়ে চলেছে। আমাদের শিক্ষার্থী ডা. সাহেদুল আলম (ব্যান্ড স্কোর-৮.৫), ইশরাফ হোসেন (ব্যান্ড স্কোর-৮), মো. নুরুদ্দিন (ব্যান্ড স্কোর-৮), ইফতি ইমাম (ব্যান্ড স্কোর-৭.৫), মায়েশা জাহিন (ব্যান্ড স্কোর-৭.৫)সহ উল্লেখযোগ্য সংখ্যক শিক্ষার্থীর ফলাফল তারই প্রমাণ। এ পর্যন্ত প্রায় ৪০০০ শিক্ষার্থী আমাদের এখান থেকে প্রশিক্ষণ নিয়ে দেশ ও বিদেশে নিজেদের উজ্জ্বল ক্যারিয়ার নিশ্চিত করেছেন। অতএব চট্টগ্রামের মেধাবী প্রজন্ম ইংরেজী ভাষায় দক্ষতা বৃদ্ধিতে THE ENGLISH ACADEMY-র উপর আস্থা রাখবে এই প্রত্যাশা করি।’
চলমান সেশনে বিশেষ ডিসকাউন্ট সম্পর্কে বিস্তারিত জানতে এম.এম. টাওয়ার, (তৃতীয় তলা), সানমার ওশান সিটির পাশে, জিইসি, চট্টগ্রাম এই ঠিকানায়, ০১৮৩৩-৩৩৩১১০, ০১৭৫১-২০০০২৩ ফোন নম্বরে এবং The English Academy Ltd ফেইসবুক পেইজে লগইন করা যাবে।