চট্টগ্রাম মঙ্গলবার, ০৭ জানুয়ারি, ২০২৫

সর্বশেষ:

শিক্ষক নিয়োগ: সুপারিশপ্রাপ্তদের পুলিশ ভেরিফিকেশনের কাগজ ডাকযোগে পাঠানোর নির্দেশ

অনলাইন ডেস্ক

৬ সেপ্টেম্বর, ২০২১ | ৩:৫৩ অপরাহ্ণ

বেসরকারি শিক্ষক নিয়োগে তৃতীয় নিয়োগ চক্রে উত্তীর্ণ প্রার্থীদের পুলিশ ভেরিফিকেশনের জন্য প্রয়োজনীয় কাগজপত্র ডাকযোগে পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছে।

সোমবার (৬ সেপ্টেম্বর) বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসি) থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ নির্দেশ দেওয়া হয়। মূলত কাগজপত্র সরাসরি জমাদানে স্বাস্থঝুঁকি ও অন্যান্য সমস্যা হওয়ায় এ নির্দেশ দেয়া হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, করোনাভাইরাস (কোভিড-১৯) দুর্যোগকালীন সময় বিবেচনা করে এবং প্রশাসনিক কাজের শৃঙ্খলা বজায় রাখার স্বার্থে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ) কার্যালয়ে প্রার্থীর মাধ্যমে কোনো পুলিশ ভেরিফিকেশন ফরম সরাসরি গ্রহণ করা হবে না।

যেসব প্রার্থী পুলিশ ভেরিফিকেশন ফরম পাঠাননি তাদেরকে আবশ্যিকভাবে যথাসময়ে শুধুমাত্র ডাকযোগে পাঠানোর জন্য অনুরোধ করা যাচ্ছে।
পূর্বকোণ/এএ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট