বন্দর নগরী চট্টগ্রামের প্রধান দুটি সড়কের মধ্যে একটি পোর্ট কানেক্টিং রোড আরেকটি আগ্রাবাদ এক্সসেস রোড। অন্য কোনো শহর থেকে চট্টগ্রাম এলেই দুটি সড়ক ছাড়া বিকল্প নাই। বলা হয় চীনের দুঃখ হোয়াংহো নদী, চট্টগ্রামের দুঃখ চাক্তাই খাল। এমনটাই প্রচলন ছিল আগে। সম্প্রতি এর সঙ্গে যুক্ত হয়েছে আগ্রাবাদ-হালিশহরবাসীর দুঃখ পোর্ট কানেক্টিং রোড ও আগ্রাবাদ এক্সসেস রোড! কখনো পানিতে ডুবে থাকে আবার কখনো মরুভূমির মতো ধুলোর ঝড় ওঠে, যন্ত্রণার শেষ নেই এ দুটি সড়কে। সড়কের বেহাল দশার শিকার হতে হচ্ছে সাধারণ মানুষদের। একবার এই রোড দিয়ে গেলেই বাসায় এসে গোসল করা ছাড়া উপায় থাকে না। ধুলাবালির ঝড়ঝড়ানিতে ভোক্তভোগীদের আর্তনাদ শোনার যেন কেউ নেই। ছাত্রছাত্রী, চাকরিজীবীদের উপায় না পেয়ে চলতে হচ্ছে এইসব সড়কে। এদিকে আগ্রাবাদের মতো একটি বাণিজ্যিক এলাকায় নিত্য প্রয়োজনে যেতে হচ্ছে। ধুলার মধ্যে ছড়িয়ে ছিটিয়ে থাকা ক্ষতিকর ধাতব পদার্থ কঠিন রোগের সৃষ্টি করছে। এই রোডে অবস্থিত শতাধিক ব্যবসাপ্রতিষ্ঠান এখন বন্ধ হয়ে যাওয়ার উপক্রম। অচিরেই এই সমস্যা থেকে মুক্তি দিতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে বিনীত অনুরোধ জানাচ্ছি।
জাহিদ হাসান
হালিশহর, চট্টগ্রাম।