চট্টগ্রাম বুধবার, ১৫ জানুয়ারি, ২০২৫

সর্বশেষ:

সমুদ্রবিজ্ঞান নিয়ে ব্যাপক গবেষণা দরকার

৩ মে, ২০১৯ | ১২:৫৭ পূর্বাহ্ণ

বঙ্গোপসাগরের বিশাল জলরাশির নিচে প্রচুর সম্পদ রয়েছে। অথচ এ সামুদ্রিক সম্পদ সম্পর্কে আমাদের পর্যাপ্ত ধারণা ও তথ্য নেই। পর্যাপ্ত তথ্য জানা না থাকলে বিশাল সমুদ্রের নিচে থাকা সম্পদ নিয়ে গবেষণার বিষয়টি বেশ কঠিন। বস্তুত এ বিষয়ে গবেষণার কাজটি বেশ ব্যয়বহুলও বটে। তাই এসব সম্পদ আহরণের জন্য আমাদের বড় পরিসরে অনুসন্ধান, জরিপ ও গবেষণা করতে হবে।
সমুদ্রবিজ্ঞান নিয়ে বিস্তারিত জানা ও গবেষণার জন্য আলাদা একটি বিশ্ববিদ্যালয়ও স্থাপন করা যেতে পারে। মোটকথা, ব্যাপক পরিসরে গবেষণা না হলে বঙ্গোপসাগরের বিশাল জলরাশির নিচে কী সম্পদ আছে তা জানতেই অনেকদিন চলে যাবে। কাজেই এ বিষয়ে দ্রুত উদ্যোগ নেয়া দরকার।

রফিক উল আলম মিলন
মোহাম্মদপুর।

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট