বাস, ট্রেন বা লঞ্চের ছাদে জীবনের ঝুঁকি নিয়ে অনেককে ঘরমুখো হতে দেখা যায়। এতে দুর্ঘটনাও ঘটছে। প্রায় প্রতিবছরই সড়ক দুর্ঘটনা, লঞ্চডুবির ঘটনা ঘটে থাকে। যখন বড়সড় কোনো দুর্ঘটনা ঘটে, তখন প্রশাসনের টনক নড়ে। গঠিত হয় তদন্ত কমিটি। কিন্তু আগে থেকে কোনো ব্যবস্থা নেওয়া হয় না। আমরা আশা করব, এবার সব ধরনের অনিয়ম ও দুর্ঘটনা রোধে ব্যবস্থা নেওয়া হবে।
আহমেদুল ইসলাম
মোহরা, চট্টগ্রাম।