
জাতীয়তাবাদী ছাত্রদলের ৪১তম প্রতিষ্ঠাবার্ষিকী আজ। এ উপলক্ষে মিলাদের আয়োজন করেছে ছাত্রদল। সংগঠনের বিগত কমিটির দফতর সম্পাদক আবদুস সাত্তার পাটোয়ারী এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছেন। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ১ জানুয়ারি ছাত্রদলের ৪১তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন হবে। সারাদেশে জেলা, মহানগর, বিশ্ববিদ্যালয়, থানা, কলেজ ও পৌরসভা ইউনিটে ছাত্রদলের উদ্যোগে স্থানীয় সুবিধা অনুযায়ী র্যালি অথবা আলোচনা সভা অথবা মিলাদ ও দোয়া অনুষ্ঠিত হবে। এ উপলক্ষে গতকাল মঙ্গলবার সকালে বিএনপির প্রতিষ্ঠাতা সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজারে পুষ্পার্ঘ অর্পণ করেন সংগঠনটির নেতাকর্মীরা। এসময় বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর উপস্থিত ছিলেন।-ফোকাসবাংলা
আজ ১ জানুয়ারি বুধবার সকাল ১০ টায় রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইন্সটিটিউট মিলনায়তনে ছাত্রসমাবেশ করবে ছাত্রদল। এর আগে সকাল ৬টায় নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয়ে ও সারাদেশে দলীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করা হবে। ২ জানুয়ারি কেন্দ্রীয় কার্যালয়ের নিচতলায় ফ্রি ব্লাড গ্রুপিং ও স্বেচ্ছায় রক্তদান কর্মসূচির আয়োজন করেছে সংগঠনটি। আবদুস সাত্তার জানান, ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সভাপতি ফজলুর রহমান খোকন ও সাধারণ সম্পাদক ইকবাল হোসেন শ্যামল ছাত্রদলের সকল পর্যায়ের নেতাকর্মীকে কর্মসূচিগুলোতে অংশগ্রহণের জন্য অনুরোধ জানিয়েছেন।