চট্টগ্রাম শনিবার, ২৭ জুলাই, ২০২৪

সর্বশেষ:

টেকনাফে যৌথ অভিযানে ইয়াবাসহ রোহিঙ্গা নারী আটক

পূর্বকোণ ডেস্ক

১৪ মে, ২০১৯ | ৬:১০ অপরাহ্ণ

কক্সবাজারের টেকনাফে বিজিবি ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর যৌথ অভিযান চালিয়ে ৩ হাজার ৮৮৫পিস ইয়াবাসহ এক রোহিঙ্গা নারীকে আটক করেছে। গতকাল সোমবার রাত সাড়ে ১১টায় অভিযান চলাকালে তাকে গ্রেপ্তার করা হয়।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর কক্সবাজার সদরের সহকারী পরিচালক সৌমেন মন্ডল পূর্বকোণ অনলাইনকে বলেন, টেকনাফ উপজেলার দমদমিয়া চেকপোস্ট সংলগ্ন এলাকায় বিজিবি ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের একটি টিম যানবাহন তল্লাশি চালিয়ে কোমরে প্যাঁচানো অবস্থায় ৩ হাজার ৮৮৫পিস ইয়াবাসহ মোচনী রোহিঙ্গা শরণার্থী ক্যাম্পের বি-ব্লকের ইউছুপের স্ত্রী খালেদাকে (২০) আটক করে।

এ ব্যাপারে টেকনাফ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মো. ফয়সাল হাসান খান বলেন, আটক নারীর বিরুদ্ধে আইনী পদক্ষেপ গ্রহণের জন্য টেকনাফ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরে সোপর্দ করা হয়েছে।

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট