চট্টগ্রাম শনিবার, ২৭ জুলাই, ২০২৪

সর্বশেষ:

৪ বছর কাজ করেছেন দৈনিক বেতনে

চবিতে চাকুরি পেলেন না মুক্তিযোদ্ধা-পুত্র রফিক

নিজস্ব প্রতিবেদক

১৪ মে, ২০১৯ | ২:৪৪ পূর্বাহ্ণ

একটি চাকুরির আশায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রকৌশল বিভাগে দীর্ঘ ৪ বছর ধরে দিনমজুরি করেও চাকুরি পাননি মুক্তিযোদ্ধা মরহুম সহিদ মিয়ার সন্তান মো. রফিকুল ইসলাম। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ চাকরির আশ্বাস দিয়ে ৪ বছর ধরে দিনমজুরি খাটানোর পর যোগ্যতা থাকার পরও চাকরি দেয়নি বলে অভিযোগ করেন মো. রফিকুল ইসলাম। রফিকুল বলেন, ‘চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে বিদ্যুৎমিস্ত্রী পদে চাকরি পাওয়ার আশায় প্রকৌশল দপ্তরের ফেরদৌস ওয়াহিদের তত্ত্বাবধানে ৪ বছর ধরে দৈনিক মজুরিতে কাজ করেছি। তবে কর্তৃপক্ষ আমাকে আশ্বাস দিলেও কোন চাকরি দেয়নি। চলতি বছরের ২৩ এপ্রিল অষ্টম শ্রেণি পাস যোগ্যতায় প্রকৌশল দপ্তরে বিদ্যুৎমিস্ত্রী পদে মৌখিক পরীক্ষায় অংশগ্রহণ করি আমি। সেখানে সকল প্রশ্নের উত্তর সফলভাবে দিয়েছি। জমা দিয়েছি এ কাজের উপর আমার সকল অভিজ্ঞতার সত্যায়িত কপি। তাছাড়া নিয়োগ বিজ্ঞপ্তিতে মুক্তিযোদ্ধার সন্তানদের অগ্রাধিকার দেয়ার কথা উল্লেখ থাকলেও কর্তৃপক্ষ তা অনুসরন করেনি। আবেদনকৃতদের মধ্যে আমি একমাত্র মুক্তিযোদ্ধার সন্তান হলেও চাকরি দেওয়া হয়নি আমাকে’।
রফিকুল ইসলাম আরো বলেন, ‘একজন মুক্তিযোদ্ধার সন্তান ও যোগ্য প্রার্থী হয়েও চাকরি না পাওয়ায় মা, ছোট দুটি বাচ্চা ও স্ত্রীকে নিয়ে মানবেতর জীবন কাটাতে হচ্ছে আমাকে। কেননা বাবা মারা যাওয়ার পর থেকে সংসারের হাল এখন আমার কাঁধে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিকট আমার আকুল আবেদন তারা যেন আমার যোগ্যতা বিবেচনা করে চাকরিতে নিয়োগ প্রদান করেন’।

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট