চট্টগ্রাম শনিবার, ২৭ জুলাই, ২০২৪

সর্বশেষ:

দোহাজারীতে ছড়া ভরাট করে ভবন নির্মাণের চেষ্টা

নিজস্ব সংবাদদাতা, চন্দনাইশ

১৩ মে, ২০১৯ | ১:৪৮ পূর্বাহ্ণ

দোহাজারী পৌরসভার চাগাচর এলাকায় পানি চলাচলের ছড়া ভরাট করে ভবন নির্মাণের চেষ্টার অভিযোগ পাওয়া গেছে।
সরেজমিনে গিয়ে দেখা যায়, দোহাজারী পৌরসভার চাগাচর মাদ্রাসা সংলগ্ন ব্রিজের পশ্চিম পাশে পানি চলাচলের ছড়ায় বালি ফেলে ভরাট করা হচ্ছে। এতে বর্ষা মৌসুমে এ ছড়া দিয়ে পানি চলাচল বন্ধ হয়ে পুরো এলাকা প্লাবিত হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। এ ব্যাপারে স্থানীয়রা স্থানীয় সংসদ সদস্য, উপজেলা নির্বাহী কর্মকর্তাসহ বিভিন্ন দপ্তরে লিখিতভাবে অভিযোগ করেন। বিষয়টি প্রশাসনের দৃষ্টিগোচর হলে গত ৮ মে বিকেলে থানা পুলিশ মাটি ভরাটের সাথে জড়িতদের সতর্ক করে একজনকে আটক করেন। পরবর্তীতে পানি চলাচলের পথে মাটি ভরাট না করার অঙ্গীকার দিয়ে মুক্তি পায়। এতে চাগাচর এলাকার একমাত্র পানি চলাচলের পথ চাগাচর মাদ্রাসাসংলগ্ন ব্রিজের পাশে মাটি ভরাটের কাজ আপাতত বন্ধ হয়ে যায়।

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট