চট্টগ্রাম শনিবার, ২৭ জুলাই, ২০২৪

সর্বশেষ:

ইসলামী ফ্রন্টের ইফতার মাহফিল

‘অবক্ষয়পুষ্ট জীবনধারার বিপরীতে রোজা ফলপ্রসু প্রতিষেধক’

১২ মে, ২০১৯ | ২:০১ পূর্বাহ্ণ

বাংলাদেশ ইসলামী ফ্রন্ট চট্টগ্রাম মহানগর উত্তর সভাপতি মুহাম্মদ নঈমুল ইসলামের সৌজন্যে ১০ মে মুরাদপুরস্থ একটি অভিজাত রেস্তোরায় সাংগঠনিক নেতৃবৃন্দ ও পেশাজীবীদের সম্মানে ইফতার মাহফিলের আয়োজন করা হয়। মাহফিলে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ ইসলামী ফ্রন্ট চট্টগ্রাম বিভাগীয় সাংগঠনিক সচিব কাজী মাওলানা মুহাম্মদ সোলাইমান চৌধুরী, বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ ইসলামী ফ্রন্টের শিক্ষা ও প্রশিক্ষণ সচিব অধ্যক্ষ আল্লামা তৈয়ব আলী, মাওলানা রেজাউল করিম তালুকদার, অধ্যক্ষ আবু তালেব বেলাল, নূর হোসেন, মুহাম্মদ আবদুর রহিম, ইঞ্জিনিয়ার সৈয়দ মুহাম্মদ আবু আজম। বাংলাদেশ ইসলামী ছাত্রসেনা চট্টগ্রাম মহানগর উত্তরের সাবেক সভাপতি মুহাম্মদ মাছুমুর রশিদ এবং সাবেক সাধারণ সম্পাদক মুহাম্মদ মিজানুর রহমানের যৌথ সঞ্চালনায় ইফতার মাহফিলে বক্তারা বলেন, আত্মকেন্দ্রিকতা ও ভোগবাদী সংস্কৃতির কারণে ক্রমশ সামাজিক মূল্যবোধের অবক্ষয় ঘটছে। মানুষ আত্মকলহ আর আধিপত্যবাদকে অগ্রাধিকার দেয়ার কারণে সামাজিক শৃঙ্খলা বিনষ্ট হচ্ছে ও মানুষ মানবিকতাশূন্য হচ্ছে। এরকম অবস্থায় মাহে রমজানের আগমন শান্তির সুবাতাস ছড়াচ্ছে। রোজা মানুষকে ভোগবাদিতা থেকে যেমন বিরত রাখে তেমনি অপরের কল্যাণে ব্রতী হওয়ার শিক্ষাও দেয়। বক্তারা বলেন, মানবিক অবক্ষয়পুষ্ট জীবনধারার বিপরীতে রোজা ফলপ্রসু প্রতিষেধকও বটে।-বিজ্ঞপ্তি

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট