চট্টগ্রাম শনিবার, ২৭ জুলাই, ২০২৪

সর্বশেষ:

ইফতারসামগ্রী বিতরণকালে ফজলে করিম

রাউজানে কোন ভ-ের জায়গা নেই

নিজস্ব সংবাদদাতা, রাউজান

১২ মে, ২০১৯ | ১:৫১ পূর্বাহ্ণ

রেলপথ মন্ত্রণালয়সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি এবিএম ফজলে করিম চৌধুরী বলেছেন, রাউজানে কোন ভ-ের জায়গা নেই। পীরের তাবিজ কবজ পানি পড়ায় যাদি রোগী সুস্থ হয়, তবে এত মেডিকেল কলেজের প্রয়োজন কিসের? তিনি বলেন, যারা ইসলামের নামে মানুষ মারে, ধর্মের দোহাই দিয়ে লুটপাট করে, শান্তির ধর্ম ইসলামে কলঙ্কের কালিমা লেপন করে, প্রকৃত আলেম-ওলামাদের মানহানিকর কর্মে লিপ্ত, তাদের ধরিয়ে দিন।
রাউজান খেলোয়াড় সমিতির উদ্যোগে ৬শ নারী-পুরুষের মাঝে ইফতারসামগ্রী বিতরণকালে গত ১০ মে প্রধান অতিথির বক্তব্য তিনি একথা বলেন। একেএম ফজলুল কবির চৌধুরী অডিটোরিয়ামে সমিতির উপদেষ্টা পরিষদের চেয়ারম্যান উপজেলা যুবলীগের সভাপতি জমির উদ্দিন পারভেজের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা শামীম হোসেন রেজা, প্যানেল মেয়র বশির উদ্দিন খান, এডভোকেট শফিকুল ইসলাম চৌধুরী, উপদেষ্টা সচিব সাবেক চেয়ারম্যান মেজবাহ উদ্দিন আকবর, কৃষকলীগ নেতা নজরুল ইসলাম চৌধুরী, ইউপি চেয়ারম্যান আবদুল জাব্বার সোহেল, সাইফুল ইসলাম চৌধুরী রানা, আহসান হাবিব চৌধুরী হাসান, জাকের হোসেন ও জান্নাতুল ফেরদৌস ডলি। স্বাগত বক্তব্য রাখেন সংগঠনের সভাপতি সাদিকুজ্জামান শফি। মোজাহেরুল হক সোহেল ও নেজাম উদ্দিন রানার যৌথ পরিচালনায় বক্তব্য রাখেন ছৈয়দ কামাল উদ্দিন, মাস্টার তছলিম উদ্দিন, সাংবাদিক মোরশেদ হোসেন চৌধুরী, মাওলানা হাবিবুল হোসাইন, মনছুর আলম, ওসমান গণি রানা, পারভেজ, ইলিয়াছ, গাজী মো. আলমগীর, এরশাদ, জহুরুল আলম রুবেল, মাহাবুল আলম, মাওলানা নুর মোহাম্মদ, সাইফু, আলী শাহ প্রমুখ। উল্লেখ্য যে, ২৫ বছর ধরে সংগঠনটি এ ইফতার বিতরণ কার্যক্রম করে আসছে।

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট