
ডিজিটাল নাগরিকত্ব ও অপতথ্য প্রতিরোধে তরুণদের সক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে ‘Indigenous Youth for Truth: Smart Clicks, Strong Citizens’ এবং ‘Think Before You Share: Empowering Digital Minds for a Truthful Tomorrow’ শীর্ষক দুটি কমিউনিটি একশন প্রজেক্ট (ক্যাপ) অনুষ্ঠিত হয়েছে। ইয়ুথ কানেক্ট ডিজিটাল সিটিজেনশিপ এন্ড মিসইনফরমেশন রেজিলিএন্স প্রজেক্টের আওতায় পোর্ট সিটি ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির সাংবাদিকতা ও গণমাধ্যম বিভাগের প্রভাষক তাসলিমা আক্তার ইরিন এ প্রশিক্ষণের আয়োজন করেন।
প্রকল্পে দুটি কমিউনিটির মোট ৫০ জনকে হাতে প্রশিক্ষণ দেওয়া হয়। এতে কমিউনিটি হিসেবে যোগদান করে পিসিআইইউ ভলান্টিয়ারস ও পিসিআইইউ ইনডিজিনাস স্টুডেন্টস ফ্যামিলি।
বুধবার (২৮ জানুয়ারি) দুপুর ১টা থেকে শুরু হওয়া প্রশিক্ষণটি ইউনিভার্সিটির অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়।
সেন্টার ফর কোয়ালিটি স্টাডিজ (সিকিউএস), ইউনিভার্সিটি অব লিবারাল আর্টস বাংলাদেশ (ইউল্যাব)’র সহযোগিতায় এবং ব্রিটিশ কাউন্সিল বাংলাদেশের অর্থায়নে এ কর্মসূচি বাস্তবায়ন করা হয়।
প্রশিক্ষণে ডিজিটাল নাগরিক হিসেবে দায়িত্বশীল আচরণ, অনলাইনে তথ্যের সত্যতা যাচাই এবং অপতথ্যের প্রভাব মোকাবিলায় সচেতনতা তৈরির বিভিন্ন দিক তুলে ধরা হয়। অংশগ্রহণকারীদের মধ্যে ডিজিটাল প্ল্যাটফর্মে দায়িত্বশীল ও সচেতন ভূমিকা নিশ্চিত করার ওপর গুরুত্ব দেওয়া হয়।
এই প্রশিক্ষণ কর্মসূচির মূল উদ্দেশ্য ছিল তরুণদের একত্রিত করে একটি দায়িত্বশীল ও সচেতন ডিজিটাল কমিউনিটি গড়ে তোলা। প্রেস বিজ্ঞপ্তি
পূর্বকোণ/কায়ছার/পারভেজ