চট্টগ্রাম বুধবার, ২৮ জানুয়ারি, ২০২৬

সর্বশেষ:

অপতথ্য ও গুজব প্রতিরোধে তরুণদের নিয়ে ‘ইউথ কানেক্ট’ প্রকল্পের কর্মশালা সম্পন্ন

অপতথ্য ও গুজব প্রতিরোধে তরুণদের নিয়ে ‘ইউথ কানেক্ট’ প্রকল্পের কর্মশালা সম্পন্ন

নিজস্ব প্রতিবেদক

২৮ জানুয়ারি, ২০২৬ | ১১:০৫ অপরাহ্ণ

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া অপতথ্য ও গুজব প্রতিরোধে কমিউনিটি পর্যায়ে সচেতনতা গড়ে তুলতে তরুণদের নিয়ে দুটি ‘কমিউনিটি অ্যাকশন প্রজেক্ট’ (ক্যাপ) সম্পন্ন হয়েছে।

 

ব্রিটিশ কাউন্সিল বাংলাদেশের অর্থায়নে এবং ইউনিভার্সিটি অব লিবারাল আর্টস বাংলাদেশ (ইউল্যাব)-এর সহযোগিতায় পোর্ট সিটি ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির সাংবাদিকতা ও গণমাধ্যম বিভাগ গত ২৮ জানুয়ারি এই কার্যক্রমের আয়োজন করে।

 

চট্টগ্রামের মুরাদপুরের ইপসা ইউনিয়ন শাখায় আয়োজিত এই প্রশিক্ষণে রেডিও সাগরগিরি ভলান্টিয়ার টিম ও ইপসা কিশোরী ক্লাবের মোট ৩০ জন প্রশিক্ষণার্থী অংশগ্রহণ করেন।

 

এই কার্যক্রমে মেন্টর ও প্রজেক্ট ফ্যাসিলিটেটর হিসেবে উপস্থিত ছিলেন সাংবাদিকতা বিভাগের সভাপতি দিলরুবা আক্তার।

 

প্রশিক্ষণে অংশগ্রহণকারীদের ডিজিটাল সিটিজেনশিপ, মিডিয়া লিটারেসি এবং স্বাস্থ্য বিষয়ক অপতথ্য প্রতিরোধে বিশেষ প্রশিক্ষণ দেওয়া হয়। ‘কোস্টাল ট্রুথ কানেক্ট’ এবং ‘হার হেলথ, হার ট্রুথ’ শিরোনামে সামাজিক যোগাযোগমাধ্যমের গুজব শনাক্ত ও যাচাইয়ের কৌশলগুলো হাতে-কলমে শিখানো হয়।

 

টিম লিডার ফারিয়া আফরোজ বলেন, নারী ও কিশোরীদের স্বাস্থ্য ও সামাজিক বিষয়ক ভুল তথ্য সমাজে মারাত্মক প্রভাব ফেলে, যা রোধে এই সচেতনতা অত্যন্ত জরুরি।

 

অপর টিম লিডার আকিয়া জাহান মনে করেন, দ্রুত ছড়িয়ে পড়া গুজব রোধে তরুণরাই প্রথম প্রতিরোধ গড়ে তুলতে সক্ষম।

 

বিভাগীয় প্রধান দিলরুবা আক্তারের বলেন, দায়িত্বশীল ডিজিটাল মিডিয়া ব্যবহার নিশ্চিত করতে এবং বর্তমান প্রেক্ষাপটে ফ্যাক্ট-চেকিং সম্পর্কে স্বচ্ছ ধারণা রাখা সবার জন্য আবশ্যিক। সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত চলা এই নিবিড় প্রশিক্ষণ কার্যক্রমটি তরুণদের তথ্যের সত্যতা যাচাইয়ে দক্ষ করে তুলবে।

পূর্বকোণ/সিজান/পারভেজ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট