চট্টগ্রাম বুধবার, ২৮ জানুয়ারি, ২০২৬

সর্বশেষ:

‘নিউমুরিং কন্টেইনার টার্মিনাল ‘ডিপি ওয়ার্ল্ডে’কে ইজারা দেওয়ার সিদ্ধান্ত বাতিল কর’

‘নিউমুরিং কন্টেইনার টার্মিনাল ‘ডিপি ওয়ার্ল্ডে’কে ইজারা দেওয়ার সিদ্ধান্ত বাতিল কর’

অনলাইন ডেস্ক

২৮ জানুয়ারি, ২০২৬ | ১১:১৯ অপরাহ্ণ

চট্টগ্রাম-১১ সংসদীয় আসনে বাসদ মনোনীত মই মার্কার প্রার্থী আল কাদেরী জয় ৪১ নং ওয়ার্ডের বিভিন্ন এলাকায় গণসংযোগ কার্যক্রম পরিচালনা করেছেন। এসময় বাম প্রগতিশীল দেশপ্রেমিক শক্তিকে ক্ষমতায় আনতে বাংলাদেশের সমাজতান্ত্রিক দলকে বিজয়ী করার আহবান জানান দলের নেতারা। বুধবার  বিকেল ৩টা থেকে চট্টগ্রাম-১১ আসনের পতেঙ্গার ৪১ নং ওয়ার্ডের মুসলিমাবাদ, চরপাড়া, আকমল আলী, কসাইগলি, জেলেপাড়া, সাগরপাড়, কাটগড় এলাকায় মই মার্কার সমর্থনে পথসভা ও গণসংযোগ করেন বাসদ নেতা কর্মীরা।

 

এসময় তারা এলাকার বাসিন্দাদের সাথে কুশল বিনিময় করেন এবং তাদের স্থানীয় সমস্যা, প্রত্যাশা ও মতামত নেতৃবৃন্দ মনোযোগ দিয়ে শোনেন।

 

গণসংযোগ ও পথসভায় আল কাদেরী জয় বলেন, একদিকে সারাদেশের মানুষ নির্বাচনী আমেজে ভোটের উৎসবের অপেক্ষায় আছে, অপরদিকে  গোপনে সরকার জনগণের কথা তোয়াক্কা না করে বাংলাদেশের অর্থনীতির প্রাণকেন্দ্র চট্টগ্রাম বন্দরের নিউমুরিং টার্মিনাল নিয়ে বিদেশি কোম্পানি ডিপি ওয়ার্ল্ডের সাথে চুক্তি সই করতে যাচ্ছে। সরকার গণ-আকাঙ্খার বিপরীতে দেশ পরিচালনা করতে গিয়ে দেশের সার্বভৌমত্ব বিলিন করার অপচেষ্টায় লিপ্ত হচ্ছে। আমরা বাসদ সহ বাম প্রগতিশীল দেশপ্রেমিক জনগণ দীর্ঘদিন এই বন্দর রক্ষার সংগ্রাম করে আসছি। আমরা অবিলম্বে সরকারকে এ সিদ্ধান্ত থেকে সরে আসার আহ্বান জানাই। সরকার এ সিদ্ধান্ত থেকে সরে না আসলে জণগণকে সাথে নিয়ে আরো বৃহত্তর আন্দোলন গড়ে তোলা হবে।

 

জয় আরো বলেন আমরা সাধারণ জনগণের সাথে গণসংযোগ করার সময় স্থানীয় সমস্যা হিসেবে দুটি প্রধান সমস্যার কথা শুনেছি, একটি হল এই পতেঙ্গা অঞ্চলে সুপেয় পানির তীব্র সংকট ও ১০-১৫ লক্ষ মানুষের স্বাস্থ্যসেবার জন্য সরকারি কোন মেডিকেল নেই। এই নিদারুণ সমস্যা থেকে এ অঞ্চলের মানুষ মুক্তি চায়। স্বাধীনতার ৫৫বছর অতিক্রম হতে চললেও যে আকাঙ্ক্ষায় মানুষ দেশ স্বাধীন করেছিলো সে আকাঙ্ক্ষা এখনো পূরণ হয়নি! গত নির্বাচন গুলোতে সংসদকে কোটিপতিদের ক্লাবে পরিনত করা হয়েছে। ফলে মানুষের মৌলিক অধিকার, শিক্ষা, স্বাস্থ্য, কৃষি নীতি নিয়ে সরকারগুলো ছিল চূড়ান্তভাবে উদাসীন। তাই গরীব শ্রমিক ও মেহনতী মানুষের অধিকার আদায়ের হাতিয়ার হিসেবে সংসদকে প্রতিষ্ঠা করার অঙ্গিকার নিয়ে আমরা মই প্রতীকে নির্বাচনে দাঁড়িয়েছি।

 

আগামী নির্বাচনে জনগণ তাদের মার্কা হিসেবে মই কে বেঁচে নিয়ে মূল্যবান রায় প্রদান করবেন। গণসংযোগকালে স্থানীয় নেতাকর্মী, সমর্থক ও বিপুল সংখ্যক সাধারণ মানুষ বাসদ নেতাকর্মীদের সাথে সংহতি জানান। এসময় সাধারণ জনগণ আল কাদেরি জয়কে কাছে পেয়ে সন্তোষ প্রকাশ করেন এবং তাদের সমর্থনের আশ্বাস দেন।

 

পথসভায় উপস্থিত ছিলেন বাসদ চট্টগ্রাম জেলা সদস্য আকরাম হোসেন, নুরুল হুদা নিপু, আহমদ জসিম, ইজিবাইক সংগ্রাম পরিষদের চট্টগ্রাম জেলা শাখার সদস্য মো মাসুদ, রুকন হাসান, মো হুমায়ুন কবির, সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট চট্টগ্রাম নগর শাখার সভাপতি মিরাজ উদ্দিন, স্কুল বিষয়ক সম্পাদক উম্মে হাবিবা শ্রাবণী, নোমান সহ অন্যান্য নেতৃবৃন্দ।

 

পূর্বকোণ/আরআর/পারভেজ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট