
সরকারের অতিরিক্ত সচিব পদে পদোন্নতি পেয়েছেন চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের সদস্য (যুগ্মসচিব) মোহাম্মদ নূরুল্লাহ নুরী।
আজ মঙ্গলবার জনপ্রশাসন মন্ত্রণালয়ের উর্ধ্বতন নিয়োগ-১ শাখার উপসচিব মোহাম্মদ রফিকুল হকের স্বাক্ষরিত এক প্রজ্ঞাপন থেকে এ তথ্য জানা যায়।
নূরুল্লাহ নুরী ২০০১ সালের ২৮ মে সহকারী কমিশনার হিসেবে চাকরিতে যোগদান করেন। চাকরি জীবনে তিনি সহকারী কমিশনার, সিনিয়র সহকারী কমিশনার হিসাবে ভোলা, লক্ষীপুর, ব্রাহ্মণবাড়িয়া ও রাঙ্গামাটি জেলায় কর্মরত ছিলেন। পরে ইউএনও হিসেবে বান্দরবান ও ফেনী জেলার সোনাগাজীতে কর্মরত ছিলেন। এরপর অতিরিক্ত জেলা প্রশাসক হিসেবে ভোলা, চাঁদপুর ও ডিডিএলজি হিসেবে বান্দরবান কাজ করেন।
এছাড়াও তিনি চা বোর্ডের সচিব, পরিবেশ অধিদপ্তরের পরিচালক এবং চা বোর্ডে সদস্য হিসেবেও দায়িত্ব পালন করেছেন।
পরবর্তীতে তিনি চট্টগ্রামের অতিরিক্ত বিভাগীয় কমিশনারের পাশাপাশি চট্টগ্রাম জেলা পরিষদে প্রশাসক ও চট্টগ্রাম চেম্বার অব কমার্সের প্রশাসকের দায়িত্ব পালন করেন। বর্তমানে তিনি চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের সদস্য (প্রশাসন ও অর্থ) হিসেবে কর্মরত রয়েছেন। তিনি শিক্ষা জীবনে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে মেরিন সায়েন্স বিভাগ হতে স্নাতকে প্রথম শ্রেণিতে ১ম স্থান এবং একই বিষয়ে স্নাতকোত্তরে ১ম শ্রেণিতে ২য় স্থান অর্জন করেন।
পূর্বকোণ/সিজান/পারভেজ