চট্টগ্রাম রবিবার, ২৫ জানুয়ারি, ২০২৬

সর্বশেষ:

চট্টগ্রামের সব আসনে আমরাই জয়ী হব: আমীর খসরু

অনলাইন ডেস্ক

২৫ জানুয়ারি, ২০২৬ | ৪:৪০ অপরাহ্ণ

চট্টগ্রাম জুড়ে ধানের শীষের জোয়ার তৈরি হয়েছে উল্লেখ করে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, চট্টগ্রামের সব আসনে বিএনপি জয়ী হবে।

রবিবার (২৫ জানুয়ারি) দুপুরে চট্টগ্রাম নগরীর পলোগ্রাউন্ড ময়দানে বিএনপির নির্বাচনি সমাবেশ দেওয়া বক্তব্যে তিনি এ কথা বলেন। সমাবেশে প্রধান অতিথির বক্তব্য দেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান।

বিএনপি এবং তারেক রহমানকে ‘গণতন্ত্রের মশালবাহক’ উল্লেখ করে আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেন, ‘বিএনপি এবং গণতন্ত্র মুদ্রার এপিঠ আর ওপিঠ। শহিদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বাকশাল থেকে বহুদলীয় গণতন্ত্র প্রবর্তন করেছিলেন। দেশনেত্রী বেগম খালেদা জিয়া স্বৈরশাসনের বিরুদ্ধে শুরু থেকে শেষ পর্যন্ত আন্দোলন করে বাংলাদেশে সংসদীয় গনতন্ত্র প্রবর্তন করেছিলেন। পরবর্তী আন্দোলন জনাব তারেক রহমানের নেতৃত্বে হয়েছে। সমস্ত জাতিকে তিনি ঐক্যবদ্ধ করে স্বৈরাচার ফ্যাসিস্ট হাসিনার পতন ঘটিয়েছেন।’

‘গণতন্ত্রের টর্চ বেয়ারার তারেক রহমানের নেতৃত্বে ধানের শীষের যে জোয়ার এসেছে, এই জোয়ারে সমস্ত চট্টগ্রামে আমাদের যতগুলো আসন আছে, আমরাই সবগুলোতে জয়ী হব।’

শুধু রাজনৈতিক গণতন্ত্র নয়, বিএনপির আরেক স্লোগান অর্থনীতির গণতন্ত্রের কথা উল্লেখ করে তিনি বলেন, ‘বাংলাদেশে আগামীর উন্নয়নে, বাংলাদেশে আগামীদিনের অর্থনৈতিক কর্মসূচিতে, বাংলাদেশের প্রত্যেক মানুষ যেভাবে ভোটের মাধ্যমে গণতন্ত্রের রাজনীতিতে অংশ নেয়, আগামীতে বাংলাদেশের প্রতিটি মানুষ, প্রতিটি নাগরিক অর্থনীতিতেও সেভাবে অংশ নিতে পারবে ইনশাল্লাহ। এই অর্থনীতির সুফল বাংলাদেশের মানুষের প্রতিটি ঘরে ঘরে পৌঁছে যাবে। যুবক, তরুণ, কৃষক, শ্রমিক, পেশাজীবী, মহিলা, পুরুষ সর্বস্তরের মানুষের কাছে গণতন্ত্রের স্বাদ বিএনপি যেভাবে পৌঁছে দেবে, একইভাবে অর্থনীতির গণতন্ত্রের স্বাদও পৌঁছে দেবে।’

চট্টগ্রামকে বাণিজ্যিক রাজধানী করা প্রসঙ্গে খসরু বলেন, ‘অনেকে বলে বাণিজ্যিক রাজধানী, বাণিজ্যিক রাজধানী। এটা নিয়ে শুধু বক্তব্য দিলে হবে না। আমাদের চট্টগ্রামকে এমনভাবে অর্থনৈতিক কর্মকাণ্ডের দিকে আমরা নিয়ে যাব, ইনশাল্লাহ আগামীদিনে এটাকে বাণিজ্যিক রাজধানী সরকারের ঘোষণা করার দরকার নাই, বাণিজ্যিক রাজধানী হবে আমাদের কর্মকাণ্ডের মাধ্যমে।’

চট্টগ্রামকে ‘অর্থনীতির হাব’ হিসেবে গড়ে তোলার ঘোষণা দিয়ে তিনি বলেন, ‘আমাদের পাশে যে দেশগুলো আছে, আমাদের পূর্ব-পশ্চিমে সকলের জন্য চট্টগ্রামকে অর্থনীতির হাবে আমরা আগামীদিনে পরিণত করব। শুধুমাত্র বাণিজ্যিক রাজধানী না, তার চেয়েও বেশি আমরা এগিয়ে যাব।’

সমাবেশে বিএনপির স্থায়ী কমিটির আরেক সদস্য সালাহউদ্দিন আহমেদ বলেন, ‘আমাদের স্বাধীনতা-সার্বভৌমত্বের প্রতীক, গণতন্ত্রের রক্ষাকবচ, এ দেশের মানুষের নেতা জনাব তারেক রহমান, যিনি সেই পতাকা পেয়েছেন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার কাছ থেকে। সেজন্য তিনি ঘোষণা দিয়েছেন, আই হেভ এ প্ল্যান অর্থাৎ আমাদের একটি পরিকল্পনা আছে এই দেশের জন্য, এই দেশের মানুষের জন্য। এ দেশের লাখ-কোটি বেকারের জন্য তিনি নির্দিষ্ট সময়ের জন্য ভাতা দেওয়ার ঘোষণা দিয়েছেন। কৃষকের জন্য কৃষক কার্ড, সবার জন্য স্বাস্থ্য কার্ড এবং দরিদ্র পরিবারের জন্য ফ্যামিলি কার্ড বিতরণ করবেন।’

পূর্বকোণ/এএইচ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট