
চট্টগ্রাম নগরীর পলোগ্রাউন্ড মাঠে বিএনপির সমাবেশ চলাকালে ভিড়ের চাপে দুইজন অসুস্থ হয়ে পড়েছেন।
রবিবার (২৫ জানুয়ারি) দুপুর সাড়ে ১২টার দিকে জনসমাবেশস্থল থেকে তাদের চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
আহতরা হলেন-চান্দগাঁও থানাধনি উত্তর মোহরা এলাকার মো. করিমের ছেলে রাকিব (২৫, অন্যজনের নাম পাওয়া যায়নি।
প্রত্যক্ষদর্শীরা জানান, দীর্ঘ সময় সমাবেশে অবস্থান করার একপর্যায়ে দু’জন হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। সমাবেশস্থলে স্বেচ্ছাসেবকরা পানি ও প্রাথমিক সহায়তা দেন। সহকর্মীরা তাদের উদ্ধার করে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যান।
চমেক হাসপাতাল পুলিশ বক্সের ইনচার্জ এসআই নুরুল আলম আশেক বলেন, তারা হিট স্ট্রোকে আক্রান্ত হওয়ার বিষয়টি নিশ্চিত হওয়া গেছে। বর্তমানে দু’জনই চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।
পূর্বকোণ/পিআর