চট্টগ্রাম শনিবার, ২৪ জানুয়ারি, ২০২৬

বায়েজিদে যুবকের খণ্ডিত দেহ: নেপথ্যে ব্ল্যাকমেইল ও অর্থ লেনদেন

বায়েজিদে যুবকের খণ্ডিত দেহ: নেপথ্যে ব্ল্যাকমেইল ও অর্থ লেনদেন

অনলাইন ডেস্ক

২৩ জানুয়ারি, ২০২৬ | ১০:৪৪ অপরাহ্ণ

চট্টগ্রাম নগরের বায়েজিদ বোস্তামি থানার পশ্চিম শহীদ নগর এলাকায় প্রবাসী আনিছ নামক এক যুবকের খণ্ডিত মরদেহ উদ্ধারের ঘটনায় চাঞ্চল্যকর তথ্য বেরিয়ে এসেছে । মূলত দীর্ঘদিনের পরকীয়া সম্পর্ক, পাওনা টাকা এবং আপত্তিকর ভিডিও দিয়ে ব্ল্যাকমেইল করার জেরে এই নৃশংস হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে বলে জানা গেছে।

নিহত আনিছ ও মূল অভিযুক্ত সুফিয়া—উভয়ের বাড়ি চট্টগ্রামের রাউজান উপজেলায়। স্থানীয় সূত্রে জানা যায়, প্রবাসী আনিছ দেশে ফেরার পর প্রায় এক দশক ধরে সুফিয়ার সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক ও আর্থিক লেনদেন চালিয়ে আসছিলেন । অভিযোগ রয়েছে, আনিছের কাছে সুফিয়ার কিছু অন্তরঙ্গ ছবি ও ভিডিও ছিল, যা ব্যবহার করে তিনি সুফিয়াকে ব্ল্যাকমেইল করতেন এবং পাওনা টাকা পরিশোধের জন্য চাপ দিতেন। এমনকি সেই ভিডিও সুফিয়ার মেয়ে ও জামাতাকে দেখানোর হুমকি দিলে ক্ষিপ্ত হয়ে সুফিয়া এই হত্যার পরিকল্পনা করেন।

তদন্ত সংশ্লিষ্টদের মতে, গত ২২ জানুয়ারি কৌশলে আনিছকে নিজের বাসায় ডেকে নেন সুফিয়া। সেখানে পেছন থেকে মরিচ বাটার শিল দিয়ে মাথায় আঘাত করার পর দা দিয়ে কুপিয়ে তাকে হত্যা করা হয়। এরপর লাশ গুম করতে দেহটি পাঁচ টুকরো করে লোহারপুল এলাকার বিভিন্ন স্থানে ফেলে দেওয়া হয়। ইতোমধ্যে পুলিশ পলিথিনে মোড়ানো দুটি হাত ও পা উদ্ধার করেছে এবং আঙুলের ছাপের মাধ্যমে আনিছের পরিচয় শনাক্ত করেছে।

এই হত্যাকাণ্ডে জড়িত সন্দেহে সুফিয়া ও মুসাসহ অন্তত ৪-৫ জনকে আটক করা হয়েছে। বায়েজিদ বোস্তামি থানার ওসি জাহেদুল কবির জানিয়েছেন, দেহের বাকি অংশ উদ্ধার ও ঘটনার মূল রহস্য উদঘাটনে পুলিশি তদন্ত ও অভিযান অব্যাহত রয়েছে।

 

পূর্বকোণ/কায়ছার/পারভেজ 

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট