চট্টগ্রাম বৃহষ্পতিবার, ২২ জানুয়ারি, ২০২৬

সর্বশেষ:

বায়েজিদে অজ্ঞাত যুবকের দুটি কাটা হাত উদ্ধার, ফিঙ্গার প্রিন্টে মিলল পরিচয়!

অনলাইন ডেস্ক

২২ জানুয়ারি, ২০২৬ | ১১:০৭ অপরাহ্ণ

চট্টগ্রাম নগরের বায়েজিদ বোস্তামি থানা এলাকা থেকে অজ্ঞাতনামা এক যুবকের দেহ থেকে বিচ্ছিন্ন করা দুটি হাত ও দুটি পা উদ্ধার করেছে পুলিশ।

আজ বৃহস্পতিবার সন্ধ্যায় বায়েজিদ থানার পশ্চিম শহীদ নগরের রংধনু গলিতে পলিথিন মোড়ানো লাশের খণ্ড-বিখণ্ড এসব অংশ উদ্ধার করা হয়েছে।

তবে অজ্ঞাত ওই যুবকের দেহের বাকি অংশ এখনো উদ্ধার করতে পারেনি পুলিশ। যুবকটির দুই ও পায়ের রগ কাটা ছিল। পরে হাতের আঙ্গুলের ফিঙ্গার প্রিন্টে মিলল পরিচয়। দুটি পা ও দুটি হাত উদ্ধার করার বিষয়টি বায়েজিদ থানার ওসি জাহিদুল কবীর নিশ্চিত করেছেন। 

পুলিশের একটি সূত্রে জানা গেছে, হত্যার শিকার যুবকের বাড়ি চট্টগ্রামের রাউজানে। উদ্ধার করা হাতের আঙ্গুলের ছাপ নিয়ে পুলিশ এই তথ্য নিশ্চিত হয়েছে বলে জানা গেছে। তবে হত্যার শিকার যুবকের ছবি হাতে এলেও তার বিস্তারিত পরিচয় জানাতে পারেনি পুলিশ। পুলিশ ওই যুবকের দেহের বাকি অংশ উদ্ধারে অভিযান চালাচ্ছে বলে জানিয়েছে সূত্রটি। 

পূর্বকোণ/আরআর/এএইচ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট