চট্টগ্রাম মঙ্গলবার, ২০ জানুয়ারি, ২০২৬

সর্বশেষ:

মিষ্টিমুখের কারখানায় অভিযান, নানা অপরাধে দেড় লাখ টাকা জরিমানা

অনলাইন ডেস্ক

২০ জানুয়ারি, ২০২৬ | ৭:১১ অপরাহ্ণ

চট্টগ্রাম নগরীর মিষ্টিমুখের কারখানায় অভিযানে নানা অপরাধে দেড় লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। আজ মঙ্গলবার (২০ জানুয়ারি) বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের উদ্যোগে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট সোনিয়া হকের নেতৃত্বে চকবাজারের চটেশ্বরী রোড এলাকায় এই অভিযান পরিচালিত হয়।

এ সময় অস্বাস্থ্যকর পরিবেশে অনিবন্ধিত উপায়ে নিম্নমানের খাদ্যপণ্য উৎপাদন, মেয়াদোত্তীর্ণ ও পচা-বাসি খাদ্যপণ্য সংরক্ষণসহ নানা অসঙ্গতি পরিলক্ষিত হওয়ায় প্রতিষ্ঠানের মালিকপক্ষকে দেড় লক্ষ টাকা জরিমানা করা হয়।

অভিযানে বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ, জেলা ও মেট্রোপলিটন কার্যালয়ে  কর্মকর্তা-কর্মচারীবৃন্দ, চট্টগ্রাম সিটি করপোরেশনের স্যানিটারি ইন্সপেক্টর এবং চকবাজার থানা পুলিশের টিম সার্বিক সহযোগিতা প্রদান করেন।

 

পূর্বকোণ/রাজীব/পারভেজ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট