চট্টগ্রাম সোমবার, ১৯ জানুয়ারি, ২০২৬

সর্বশেষ:

প্রার্থিতা ফিরে পেলেন গণঅধিকার পরিষদের ইঞ্জিনিয়ার নেজাম উদ্দিন

অনলাইন ডেস্ক

১৯ জানুয়ারি, ২০২৬ | ১০:৫৭ পূর্বাহ্ণ

হাইকোর্টের নির্দেশে প্রার্থিতা ফিরে পেয়েছেন চট্টগ্রাম-১১ (বন্দর-পতেঙ্গা) আসনে গণঅধিকার পরিষদের মনোনীত প্রার্থী ইঞ্জিনিয়ার মুহাম্মদ নেজাম উদ্দীন আকাশ।

 

রবিবার (১৮ জানুয়ারি) বিকেলে বিচারপতি আনোয়ারুল ইসলাম ও রাজিক আল জলিলের নেতৃত্বাধীন হাইকোর্ট দ্বৈত বেঞ্চ এই আদেশ দেন। একই সঙ্গে জেলা রিটার্নিং কর্মকর্তাকে প্রতীক বরাদ্দের নির্দেশ দেন। ফলে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থি হতে ইঞ্জিনিয়ার মুহাম্মদ নেজাম উদ্দীনের আর কোনও আইনগত বাধা রইল না।

 

জানা যায়, গত ১ জানুয়ারি চট্টগ্রাম সিটি করপোরেশনের ই-ট্রেড লাইসেন্স নবায়ন ফি (বার্ষিক) বিল খেলাপির কারণে চট্টগ্রাম-১১ (বন্দর-পতেঙ্গা) আসনে গণধিকার পরিষদের প্রার্থী ইঞ্জিনিয়ার মুহাম্মদ নেজাম উদ্দীনের মনোনয়নপত্র অবৈধ ঘোষণা করেন সংশ্লিষ্ট রিটার্রিং অফিসার মোহাম্মদ বেলায়েত হোসেন চৌধুরী। এরপর রিটার্নিং অফিসারের সিদ্ধান্তের বিরুদ্ধে ইসিতে আপিল করলে ১২ জানুয়ারি নির্বাচন কমিশনের আপিল শুনানিতেও মনোনয়নপত্র বাতিল করে নির্বাচন কমিশনার (ইসি)। পরবর্তী হাইকোর্টে রিট করলে রবিবার বিচারপতি আনোয়ারুল ইসলাম ও রাজিক আল জলিলের নেতৃত্বাধীন হাইকোর্টের দ্বৈত বেঞ্চ ইঞ্জিনিয়ার নেজাম উদ্দিনের প্রার্থীতা ফিরিয়ে দেন।

 

গণঅধিকার পরিষদের প্রার্থী ইঞ্জিনিয়ার মুহাম্মদ নেজাম উদ্দীন বলেন, আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করা হয়েছে। আমার মনোনয়নপত্র যাচাই-বাছাইয়ের কয়েক মিনিট আগে হটাৎ একটি যৌথ ই-ট্রেড লাইসেন্স নবায়ন ফি নিয়ে অভিযোগ দিয়ে মনোনয়নপত্র বাতিল করে। ইনশাআল্লাহ, হাইকোর্ট আজ আমার পক্ষে রায় দিয়েছে। গণঅধিকার পরিষদ গণমানুষের দল। আমি আশাবাদী চট্টগ্রাম-১১ বন্দর-পতেঙ্গা আসনের মানুষ বিভিন্ন রাজনৈতিক দলের বর্তমান কর্মকাণ্ড অনুযায়ী গণঅধিকার পরিষদকেই বেছে নিবে।

 

উল্লেখ্য, গত বছরের ২৭ ডিসেম্বর ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম-১১ (বন্দর-পতেঙ্গা) আসনে গণঅধিকার পরিষদের চূড়ান্ত মনোনয়ন পান গণঅধিকার পরিষদের চট্টগ্রাম বিভাগীয় সমন্বয়ক ইঞ্জিনিয়ার মুহাম্মদ নেজাম উদ্দীন আকাশ। গত ২৯ ডিসেম্বর রিটার্নিং অফিসারের কাছে মনোনয়নপত্র জমা দেন। পরবর্তী গত ১ জানুয়ারি মনোনয়নপত্র যাচাই-বাচাই শেষে মনোনয়নপত্র বাতিল ঘোষণা করেন চট্টগ্রাম আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা ও রিটার্নিং অফিসার বেলায়েত হোসেন চৌধুরী।

 

পূর্বকোণ/ইবনুর 

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট