
চট্টগ্রাম নগরীর হালিশহর থানার সাব্বির হত্যা মামলার আসামি ইরফাত আলী প্রকাশ রাফসানকে (২০) গ্রেপ্তার করেছে র্যাব-৭। গ্রেপ্তার ইরফাত আলী প্রকাশ রাফসান পাহাড়তলী থানাধীন মোহাম্মদ আলীর ছেলে।
শনিবার (১৭ জানুয়ারি) আকবরশাহ থানাধীন কৈবাল্যধাম রেলবিট এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয় বলে জানিয়েছেন র্যাব-৭ এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) এ. আর. এম. মোজাফ্ফর হোসেন।
তিনি জানান, গতকাল শনিবার সন্ধ্যা পৌনে ৬টায় গোপন সংবাদের ভিত্তিতে আকবরশাহ থানাধীন কৈবাল্যধাম রেলবিট এলাকায় অভিযান চালিয়ে কিশোর গ্যাং ফাইতন গ্রুপ কর্তৃক সাব্বির হত্যা মামলার আসামি ইরফাত আলী প্রকাশ রাফসানকে গ্রেপ্তার করা হয়েছে। তাকে হালিশহর থানা পুলিশের নিকট হস্তান্তর করা হয়েছে।
পূর্বকোণ/পিআর