চট্টগ্রাম রবিবার, ১৮ জানুয়ারি, ২০২৬

বয়স ভুলে একদিনের তারুণ্য

বয়স ভুলে একদিনের তারুণ্য

নিজস্ব প্রতিবেদক

১৮ জানুয়ারি, ২০২৬ | ১:১০ অপরাহ্ণ

দীর্ঘ দেড়যুগ পর চট্টগ্রাম মেডিকেল কলেজে (চমেক) প্রাক্তন শিক্ষার্থীদের পঞ্চম পুনর্মিলনীর প্রথমদিনে নবীন-প্রবীণের মিলনমেলায় পরিণত হয় পুরো ক্যাম্পাস। সকালের শোভাযাত্রা থেকে সন্ধ্যার সাংস্কৃতিক অনুষ্ঠান, স্মৃতি, অভিজ্ঞতা ও ভবিষ্যৎ পরিকল্পনার আলোচনায় দিনভর মুখর ছিল চমেক খেলার মাঠ ও আশপাশের এলাকা। দ্বিতীয় ব্যাচ (১৯৫৮-৬২) থেকে শুরু করে সাম্প্রতিক ব্যাচের চিকিৎসকদের অংশগ্রহণে ছয় দশকের বেশি সময়ের শিক্ষার্থীরা এক মঞ্চে মিলিত হন। ছোট ছোট দলে আড্ডা, পুরনো দিনের গল্প, ক্যামেরাবন্দী মুহূর্ত আর আবেগঘন স্মৃতিচারণে অনেকেই একদিনের জন্য ফিরে যান তারুণ্যের দিনে।

 

গতকাল শনিবার সকাল সাড়ে ৮টায় শোভাযাত্রার মধ্য দিয়ে অনুষ্ঠানের আনুষ্ঠানিকতা শুরু হয়। প্রাক্তন শিক্ষার্থী ও তাদের পরিবার-পরিজন শোভাযাত্রায় অংশ নেন। দিনভর স্মৃতিচারণ, পরিচয়পর্ব ও অভিজ্ঞতা বিনিময়ে মেতে থাকেন প্রাক্তন শিক্ষার্থীরা। ছোট ছোট দলে ক্যাম্পাসের বিভিন্ন প্রান্তে বসে কেউ ফিরে যান ওয়ার্ডের ব্যস্ত দিনগুলোতে, কেউ বা হোস্টেলের রাতজাগা পড়াশোনা কিংবা গল্পে-আড্ডায়। অনেকেই দীর্ঘদিন পর শিক্ষক ও সহপাঠীদের কাছে পেয়ে আবেগাপ্লুত হয়ে পড়েন। ক্যাম্পাসজুড়ে ফটোগ্রাফি, হাসি-ঠাট্টা আর প্রাণবন্ত আড্ডায় পুরো দিনটি উৎসবের রূপ নেয়। আনুষ্ঠানিক পর্বে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী প্রফেসর ডা. সায়েদুর রহমান।

 

প্রধান অতিথির বক্তব্যে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন বলেন, একটি হেলদি সিটি গড়তে রোগ নিরাময়ের পাশাপাশি রোগ প্রতিরোধ, স্বাস্থ্য সচেতনতা ও প্রাথমিক স্বাস্থ্যসেবায় চিকিৎসকদের অগ্রণী ভ‚মিকা প্রয়োজন। তিনি নগর স্বাস্থ্যব্যবস্থায় চিকিৎসকদের সক্রিয় অংশগ্রহণের আহ্বান জানান।

 

বিশেষ অতিথির বক্তব্যে প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী অধ্যাপক ডা. সায়েদুর রহমান বলেন, চমেক প্রাক্তন শিক্ষার্থীদের অভিজ্ঞতা ও দক্ষতা দেশের চিকিৎসাশিক্ষা ও স্বাস্থ্যখাতের জন্য একটি বড় সম্পদ। এই অভিজ্ঞতার সমন্বয় ভবিষ্যতে স্বাস্থ্যব্যবস্থাকে আরও শক্তিশালী করবে।

 

চমেক প্রাক্তন ছাত্র সমিতির সভাপতি অধ্যাপক ডা. এসএম তারেকের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন স্বাস্থ্যশিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. নাজমুল হোসেন, চমেকের অধ্যক্ষ অধ্যাপক ডা. মো. জসিম উদ্দিন এবং চমেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল ডা. মো. তসলিম উদ্দিন। এছাড়া বক্তব্য রাখেন সংগঠনের সাধারণ সম্পাদক ডা. আশরাফুল কবির, কোষাধ্যক্ষ ডা. তামিজ উদ্দিন আহমেদ মানিক প্রমুখ।

 

সভায় প্রাক্তন শিক্ষার্থীরা তাদের কর্মজীবনের অভিজ্ঞতা তুলে ধরে বলেন, এই পুনর্মিলনী কেবল স্মৃতির আয়োজন নয়, এটি অভিজ্ঞতার আলোকে ভবিষ্যৎ নির্ধারণের একটি গুরুত্বপূর্ণ মুহূর্ত। চিকিৎসাসেবার মানোন্নয়ন, গবেষণা, মানবিক চিকিৎসা এবং সংকটকালে মানুষের পাশে দাঁড়ানোর ক্ষেত্রে সম্মিলিতভাবে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন তারা। এদিকে, সন্ধ্যায় শিক্ষার্থীদের পরিবেশনায় সাংস্কৃতিক অনুষ্ঠান ও জাতীয় পর্যায়ের শিল্পীদের পরিবেশনায় অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। রাতে কাওয়ালি গানের আসর ও র‌্যাফেল ড্র’র মধ্য দিয়ে প্রথমদিনের অনুষ্ঠান শেষ হয়।

পৃর্বকোণ/ইবনুর

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট