চট্টগ্রাম শনিবার, ১৭ জানুয়ারি, ২০২৬

সর্বশেষ:

দেশের স্বার্থে আমরা এক ও অভিন্ন: আবু সুফিয়ান

দেশের স্বার্থে আমরা এক ও অভিন্ন: আবু সুফিয়ান

অনলাইন ডেস্ক

১৭ জানুয়ারি, ২০২৬ | ১১:১৩ অপরাহ্ণ

ভোটাধিকার ও গণতন্ত্র ফিরিয়ে আনতে দীর্ঘ সময় ধরে লড়াই চালাচ্ছি উল্লেখ করে চট্টগ্রাম-৯ আসনের বিএনপি মনোনীত প্রার্থী আবু সুফিয়ান বলেছেন, আমাদের সামাজিক ও রাজনৈতিক অবস্থান ভিন্ন হলেও দেশের স্বার্থে আমরা এক ও অভিন্ন। সকল পথ ও মতের সমন্বয়ে সবার জন্য সাম্য, মানবিক ও নিরাপদ বাংলাদেশ গড়ে তোলা হবে।

শনিবার (১৭ জানুয়ারি) বিকেলে চট্টগ্রাম সিনিয়র’স ক্লাবে বিভিন্ন পেশাজীবী সংগঠনের উদ্যোগে আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, ১৯৭১ সালের মুক্তিযুদ্ধ ও ২০২৫ সালের জুলাই গণঅভ্যুত্থানে সকল শ্রেণি-পেশার মানুষের সাহসী ভূমিকা বাংলাদেশের স্বাধীনতা ও ফ্যাসিবাদমুক্তির জন্য গুরুত্বপূর্ণ ছিল। আগামী দিনে জনগণের প্রত্যাশিত বাংলাদেশ গড়তে হলে ঐক্যবদ্ধ থাকতে হবে। বিএনপি ক্ষমতায় এলে সকল শ্রেণি-পেশার মানুষের উন্নয়ন নিশ্চিত করা হবে।

সভায় সভাপতিত্ব করেন প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. নসরুল কদির।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন চট্টগ্রাম মহানগর সাবেক সাধারণ সম্পাদক আবুল হাশেম বক্কর, মুক্তিযোদ্ধা এম নাজিম উদ্দিন, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সাবেক সভাপতি ড. সিদ্দিক আহমদ চৌধুরী, চট্টগ্রাম প্রেসক্লাব সভাপতি জাহিদুল করিম কচি, ড্যাব যুগ্ম মহাসচিব ডা. এস এম সারোয়ার আলম, আইনজীবী এড. তারেক সাঈদ, কমান্ডার সাহাবুদ্দিন ও অন্যান্যরা।

 

পূর্বকোণ/এএইচসি/পারভেজ

শেয়ার করুন