
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় চারুকলা ইনস্টিটিউটের সাবেক অধ্যাপক ড. শাহরিয়ার তালুকদার আর নেই (ইন্নালিল্লাহি ওয়াইন্না ইলাইহি রাজিউন)।
শুক্রবার (১৬ জানুয়ারি) ভোরে নগরীর ইমপেরিয়াল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি ইন্তেকাল করেন। মৃত্যুকালে এ শিক্ষাবিদ এক ছেলে-স্ত্রীসহ অসংখ্য গুণী শিক্ষার্থী, আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন।
আজ সকাল ১১টা ১৫ মিনিটে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় জামে মসজিদ প্রাঙ্গণে মরহুমের প্রথম নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। পরে বাদ জুমা চট্টগ্রাম নগরীর খুলশীতে দ্বিতীয় নামাজে জানাজা অনুষ্ঠিত হয়।
ড. শাহরিয়ার তালুকদারের গ্রামের বাড়ি বরিশালে বলে জানা গেছে।
এ শিক্ষকের মৃত্যুতে শোক প্রকাশ ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মুহাম্মদ ইয়াহ্ইয়া আখতার, উপ-উপাচার্য (একাডেমিক) প্রফেসর ড. মোহাম্মদ শামীম উদ্দিন খান ও উপ-উপাচার্য (প্রশাসন) প্রফেসর ড. মো. কামাল উদ্দিন।
পূর্বকোণ/এএইচ