চট্টগ্রাম বুধবার, ১৪ জানুয়ারি, ২০২৬

সর্বশেষ:

‘জাসতানা বুটিক ওয়ার্ল্ডের’ উদ্বোধন: খুলশিতে ফ্যাশনের নতুন দিগন্ত

‘জাসতানা বুটিক ওয়ার্ল্ডের’ উদ্বোধন: খুলশিতে ফ্যাশনের নতুন দিগন্ত

নিজস্ব প্রতিবেদক

১৪ জানুয়ারি, ২০২৬ | ৯:৩৫ অপরাহ্ণ

নগরীর খুলশি টাউন সেন্টারে সম্প্রতি জাসতানা বুটিক ওয়ার্ল্ড নামক একটি নতুন পোশাকের দোকানের যাত্রা শুরু হয়েছে। বিশিষ্ট শিপিং ব্যক্তিত্ব খায়রুল আলম সুজন ফিতা কাটার মাধ্যমে এই আধুনিক ফ্যাশন হাউজটির আনুষ্ঠানিক উদ্বোধন করেন।

 

উদ্যোক্তা জাসতানা রাহবার এখানে দেশীয় ঐতিহ্যের সাথে আন্তর্জাতিক রুচির সমন্বয় ঘটিয়ে ছোট-বড় সবার জন্য বৈচিত্র্যময় পোশাকের সংগ্রহ সাজিয়েছেন। প্রতিষ্ঠানটি আধুনিক নকশা এবং গুণগত মানের নিশ্চয়তা প্রদানের মাধ্যমে অত্যন্ত অল্প সময়েই স্থানীয় ফ্যাশনপ্রেমীদের বিশেষ নজর কেড়েছে।

 

মূলত আরামদায়ক এবং নান্দনিক পোশাকের খোঁজে থাকা ক্রেতাদের জন্য এটি একটি চমৎকার গন্তব্য হিসেবে আত্মপ্রকাশ করেছে। মূলত নারী ও শিশুদের আধুনিক জীবনযাত্রার উপযোগী বৈচিত্র্যময় সব পোশাক নিয়ে এই বুটিকটি কাজ করছে।

 

পূর্বকোণ/এএইচসি/পারভেজ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট