চট্টগ্রাম মঙ্গলবার, ১৩ জানুয়ারি, ২০২৬

সর্বশেষ:

চীনের চিকিৎসা সেবা মিলবে চট্টগ্রামের ট্রেফেল কনসালটেন্সি ফার্মে

নিজস্ব প্রতিবেদক

১৩ জানুয়ারি, ২০২৬ | ৬:০৯ অপরাহ্ণ

চট্টগ্রাম থেকে বিপুল সংখ্যক রোগী চীনের আধুনিক চিকিৎসা সেবা নিতে বিদেশ যেতে চান। কিন্তু চীনের মেডিকেল ট্যুরিজম সেবা ছিল শুধুমাত্র রাজধানী ঢাকাকেন্দ্রীক। চট্টগ্রামবাসীর সেই চাহিদা পুরণে চট্টগ্রামভিত্তিক ট্রেফেল কনসালটেন্সি ফার্ম চীনের দুটি হাসপাতালের সাথে ১০ জানুয়ারি এক সমঝােতা স্মারক স্বাক্ষর করেছে। চট্টগ্রামের জিইসি মোড়ের এরিয়েল লিজেন্ড ভবনের অফিসে এই সেবা চট্টগ্রামবাসীর জন্য শুরু হয়েছে।

হাসপাতাল দুটি হচ্ছে, শেনঝেন হেংসেন হসপিটাল (Shenzhen Hengshen Hospital) এবং গোয়াংঝু ফোসান চেনচেং হসপিটাল Guangzhou Fosun Chancheng Hospital। এই দুটি হাসপাতালের বিশেষায়িত সেবার সব প্রক্রিয়া চট্টগ্রামে ট্রেফেল কনসালটেন্সি ফার্ম থেকেই পাবেন চট্টগ্রামের রােগীরা। চাইলে সেই দুটি হাসপাতালের বিশেষজ্ঞ ডাক্তারদের সেবা ভিডিও কল বা টেলিমিডিসিন সেবা নিতে পারবেন।

 

কিভাবে চট্টগ্রাম থেকেই রোগীরা এই সেবা পাবেন জানতে চাইলে ট্রেফেল ট্যুরস এন্ড ট্রাভেলসের ম্যানেজার মোহাম্মদ মামুন বলেন, “আগ্রহী রোগীরা নিজেদের প্রেসক্রিপশন ফাইল, ডায়াগনসিস রিপোর্ট আমাদের কাছে জমা দিবেন। আমাদের বিশেষজ্ঞ চিকিৎসক টীম রোগির সব তথ্য বিশ্লেষন, রোগের ধরণসহ বিস্তারিত অনলাইনে চীনের হাসপাতালে পাঠাবেন। ২৪ ঘন্টার কম সময়ের মধ্যে আমরা চীনা বিশেষজ্ঞ ডাক্তারদের কাছ থেকে সেই রোগীর একটি ডিটেইলস প্ল্যান পাবো। যেখানে রোগির কোন ধরনের চিকিৎসা করা হবে, ট্রিটমেন্টে কতদিন সময় লাগতে পারে, ট্রিটমেন্টের ধরন কেমন এবং সম্ভাব্য খরচ সম্পর্কে ধারনা থাকবে। এর ফলে রোগী নিজ ঘরে বসেই সিদ্ধান্ত নিতে পারবেন চিকিৎসা সম্পর্কে।”

তিনি বলেন, এরপর যদি রোগি সিদ্ধান্ত নেন চীন গিয়ে ট্রিটমেন্ট নিবেন তার পরবর্তী ধাপে ভিসা আবেদন, ফাইলিং, ডাক্তার অ্যাপয়েনমেন্ট, রোগির অ্যাটেনডেন্টের ভিসা আবেদন, বিমান টিকেট, চীনের এয়ারপোর্ট থেকে হাসপাতালে পৌঁছা, চীনের হাসপাতালে গাইড, ট্রান্সলেটর, থাকা-খায়া সবকিছুই আমরা সার্ভিস দিয়ে থাকি। ফলে ট্রেফেল কনসালটেন্সি ফার্ম এবং ট্রেফেল ট্যুরস এন্ড ট্রাভেলস থেকে ওয়ান স্টপ সার্ভিস পাবেন রোগীরা।’

গোয়াংঝু ফোসান চেনচেং হসপিটালের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন হসপিটালের ভাইস প্রেসিডেন্ট সং শেংসেং। ট্রেফেলের পক্ষে মােহাম্মদ মামুন। শেনঝেন হেংসেন হসপিটালের পক্ষে স্বাক্ষর করেন ভাইস প্রেসিডেন্ট ঝেং ফ্যান আর ট্রেফেল কনসালটেন্সি ফার্মের পক্ষে স্বাক্ষর করেন আসিফুল হাসনাত সিদ্দিকী।
দুটি প্রতিষ্ঠানের প্রধানরা একমত হন আগামীতে চট্টগ্রামে চীনা বিশেষজ্ঞ ডাক্তারদের ফ্রি চিকিৎসা সেবা আরো বড় পরিসরে করা হবে।

এরপর চীনভিত্তিক বেল্ট এন্ড রোড হেলথকেয়ার সেন্টারে প্রধান নির্বাহী ডাক্তার মারুফ মোল্লাকে স্যুভেনিয়র দেয়া হয় ট্রেফেল কনসালটেন্সি ফার্মের পক্ষ থেকে। অনুষ্ঠানে ট্রেফেল ট্যুরস এন্ড ট্রাভেলসের অ্যাসিসট্যান্ট ম্যানেজার ইখতিয়ার ইসলাম, শৈবাল দাশ গুপ্ত, এমডি ইমাদে রাব্বানি উপস্থিত ছিলেন।

পূর্বকোণ/রাজীব

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট