চট্টগ্রাম সোমবার, ১২ জানুয়ারি, ২০২৬

সর্বশেষ:

ফাঁসি দিবসে মাস্টারদা সূর্য সেনের প্রতি বাসদ মার্কসবাদীর শ্রদ্ধা

ফাঁসি দিবসে মাস্টারদা সূর্য সেনের প্রতি বাসদ মার্কসবাদীর শ্রদ্ধা

অনলাইন ডেস্ক

১২ জানুয়ারি, ২০২৬ | ৪:৩৫ অপরাহ্ণ

ব্রিটিশ সাম্রাজ্যবাদবিরোধী স্বাধীনতা সংগ্রাম ও চট্টগ্রাম যুববিদ্রোহের মহানায়ক মাস্টারদা সূর্যসেন ও তাঁর সহযোদ্ধা তারকেশ্বর দস্তিদারের ৯২ তম ফাঁসি দিবসে শ্রদ্ধা জ্ঞাপন করেছেন  বাসদ (মার্কসবাদী)।

 

সোমবার (১২ জানুয়ারি) নগরীর জেএমসেন হল চত্বরে সূর্যসেনের ভাস্কর্যে শ্রদ্ধা জ্ঞাপন করা হয়। 

 

এসময় উপস্থিত ছিলেন বাসদ(মার্কসবাদী) চট্টগ্রাম জেলা সমন্বয়ক ও চট্টগ্রাম-৯ আসনে বাসদ (মার্কসবাদী) মনোনীত প্রার্থী এডভোকেট শফিউদ্দিন কবির আবিদ, জেলা কমিটির সদস্য ও চট্টগ্রাম -১০ আসনে বাসদ (মার্কসবাদী) মনোনীত প্রার্থী আসমা আক্তার, জেলা কমিটির সদস্য ও চট্টগ্রাম-১১ আসনে মনোনীত প্রার্থী দীপা মজুমদার, সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট চট্টগ্রাম নগরীর সহ-সভাপতি পুষ্পিতা নাথ, সাধারণ সম্পাদক নেভী দে, আবদুল্লাহ মুস্তাকিম প্রমুখ।

 

এরপর চট্টগ্রাম জেলা কারাগারে অবস্থিত সূর্যসেন ও তারকেশ্বর দস্তিদারের ফাঁসির মঞ্চে স্থাপিত ম্যুরালেও দলের পক্ষ হতে শ্রদ্ধা জানানো হয়।

 

শ্রদ্ধা নিবেদন শেষে নেতৃবৃন্দরা বলেন, মাস্টারদা সূর্যসেনের স্বপ্ন ছিল সাম্রাজ্যবাদের অধীনতামুক্ত একটি স্বাধীন, মর্যাদাসম্পন্ন রাষ্ট্রের। সূর্যসেন, প্রীতিলতাদের আপোষহীন লড়াইয়ের পথ ধরেই এদেশের মানুষ ব্রিটিশ ও পাকিস্তানিদের শৃঙ্খল ছিন্ন করেছে। ফলে সাম্রাজ্যবাদের বিরূদ্ধে এ দেশের জনগণের সংগ্রামের ইতিহাস গৌরবের। অথচ বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার জনগণের সে গৌরবপূর্ণ সংগ্রামকে কালিমালিপ্ত করছে। প্যালেস্টাইনে দখলদার ও গণহত্যাকারী ইসরাইলের প্রধান পৃষ্ঠপোষক মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প প্রস্তাবিত তথাকথিত আন্তর্জাতিক শান্তিরক্ষা বাহিনীতে বাংলাদেশের সেনাবাহিনীকে যুক্ত করার জন্য অন্তর্বর্তী সরকার আমেরিকার কাছে দেনদরবার করছে, যা বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামেরই প্রতি নিদারুণ অপমান। চট্টগ্রাম বন্দর জাতীয় স্বার্থবিরোধী চুক্তিতে সাম্রাজ্যবাদী শক্তির হাতে তুলে দেওয়ার চক্রান্ত চলছে। এ পরিস্থিতিতে সাম্রাজ্যবিরোধী লড়াই জোরদার করতে সূর্যসেনের জীবন ও সংগ্রাম আমাদের পথ দেখাবে।

পূর্বকোণ/পিআর

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট