
চট্টগ্রামের আবৃত্তি সংগঠন বোধনের ৩৯তম প্রতিষ্ঠাবার্ষিকী এবং চার দশকে পদার্পণ উপলক্ষে আয়োজিত হয়েছে নান্দনিক অনুষ্ঠান “অজর অমর অক্ষয়”।
শুক্রবার (৯ জানুয়ারি) বিকাল ৫টায় নগরীর জেলা শিল্পকলা একাডেমির আর্ট গ্যালারি হলে আবৃত্তি, সঙ্গীত, নৃত্য ও স্মৃতিচারণার মধ্য দিয়ে এই উৎসব পালিত হয়।
বোধনের সভাপতি এডভোকেট নারায়ণ প্রসাদ বিশ্বাসের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক জাভেদ হোসেনের উপস্থাপনায় অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন নাট্যজন শিশির দত্ত, শিক্ষাবিদ লিলি বড়ুয়া, নাট্য নির্দেশক অলক ঘোষ পিন্টু এবং বোধনের প্রতিষ্ঠাতা এডভোকেট বিশ্বজিৎ দাশ ভুলুসহ আরও অনেকে। উদীচী চট্টগ্রাম, দৃষ্টি চট্টগ্রাম ও তারুণ্যের উচ্ছ্বাসের মতো বন্ধু সংগঠনগুলো এসময় বোধনকে ফুলেল শুভেচ্ছা জানায়।
সাংস্কৃতিক পর্বে গৌরি নন্দীর নজরুল সঙ্গীত, রমিতা ভৌমিকের পরিচালনায় দলীয় নৃত্য এবং রাজবীর সব্যসাচী আকাশের জাদু প্রদর্শনী দর্শকদের মুগ্ধ করে। এছাড়া বোধনের সদস্যরা একক, ত্রয়ী ও বৃন্দ আবৃত্তি পরিবেশন করেন। বিশেষ করে বোধনের শিশু বিভাগের শিক্ষার্থীদের পরিবেশিত বৃন্দ আবৃত্তি “শিশুর ভাবনায় পৃথিবী” ছিল অনুষ্ঠানের অন্যতম আকর্ষণ। রাত সাড়ে আটটা পর্যন্ত চলা এই আয়োজনটি ছিল মূলত দীর্ঘ চার দশকের সাংস্কৃতিক পথচলার এক আনন্দময় প্রতিফলন।
পূর্বকোণ/এএইচসি