চট্টগ্রাম বৃহষ্পতিবার, ০৮ জানুয়ারি, ২০২৬

সর্বশেষ:

মাছের ট্রলারে ট্রলিং সরঞ্জাম স্থাপন, কর্ণফুলীতে ভারতীয় নাগরিকসহ গ্রেপ্তার ৭

ফিশিং বোটে ট্রলিং সরঞ্জাম স্থাপন, কর্ণফুলীতে ভারতীয় নাগরিকসহ গ্রেপ্তার ৭

নিজস্ব প্রতিবেদক

৮ জানুয়ারি, ২০২৬ | ৫:৫৫ অপরাহ্ণ

চট্টগ্রামের কর্ণফুলীতে ফিশিং বোটে নিষিদ্ধ ট্রলিং সরঞ্জাম স্থাপন ও ট্রলিং জাল তৈরির মূলহোতাহ ৭ বাংলাদেশি কারিগরকে আটক করেছে কোস্ট গার্ড।

 

আটক ৬ বাংলাদেশি হলেন-মো. হেলাল উদ্দিন (২৬), আব্দুল হামিদ (২১), মো. আলামিন (৩৫), নোয়াব আলী(৫৫), মো. ইব্রাহিম (১৬) ও মো. হাসান (১৪)।

 

বৃহস্পতিবার (৮ জানুয়ারি) সকালে কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক এ তথ্য জানান।

 

তিনি বলেন, কর্ণফুলীর চর পাথরঘাটা এলাকায় কারখানাতে নিষিদ্ধ আর্টিসানাল ট্রলিং সরঞ্জাম ও ট্রলিং জাল তৈরির কাজ চলছে- এমন তথ্যের ভিত্তিতে বুধবার সন্ধ্যায় অভিযান পরিচালনা করা হয়। এ সময় ওই কারখানায় তল্লাশি করে প্রায় ৩৬ লাখ টাকা মূল্যের ১২টি অবৈধ ট্রলিং জাল ও জাল তৈরির সরঞ্জামসহ ট্রলিং বোট তৈরির মূল কারিগর ভারতীয় নাগরিক পন্ডিত বিশ্বাসকে আটক করা হয়। একইসঙ্গে আটক হয় ৬ বাংলাদেশি কারিগর। ট্রলিং জাল তৈরির মূলহোতা ভারতীয় নাগরিক পন্ডিত বিশ্বাস (৩৯) ভারতের পশ্চিমবঙ্গের দক্ষিণ চব্বিশ পরগনা জেলার বাসিন্দা।

 

প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, পন্ডিত বিশ্বাস বাংলাদেশে অবস্থানকালে বাংলাদেশি ফিশিং বোটে নিষিদ্ধ আর্টিসনাল ট্রলিং সরঞ্জাম স্থাপন এবং ট্রলিং জাল তৈরির মূল কারিগর হিসেবে কাজ করেন। গত ২৭ নভেম্বর বাংলাদেশে ভ্রমণ ভিসায় আসেন তিনি। এছাড়াও তিনি ইতোপূর্বে বহুবার সাতক্ষীরার ভোমরা স্থল বন্দর দিয়ে বাংলাদেশে প্রবেশ করে বরগুনার পাথরঘাটায় মাসুম কোম্পানি, চট্টগ্রামের বাঁশখালীতে শুক্কুর, ইসমাঈল ও জাহাঙ্গীর কোম্পানিতে ফিশিং বোটে নিষিদ্ধ ট্রলিং সরঞ্জাম স্থাপন এবং ট্রলিং জাল তৈরির কাজ করে আসছে। ফলে সমুদ্র ও উপকূলীয় অঞ্চলে ট্রলিং বোট ও জালের বিচরণ অনেকাংশে বৃদ্ধি পাচ্ছে।

 

এর আগে ১২ আগস্ট কোস্টগার্ড ও সেনাবাহিনীর অভিযানে ভারতীয় নাগরিক পন্ডিত বিশ্বাসকে আটক করেছিল। পরে কিছু অসাধু ট্রলিংজাল ব্যবসায়ী ও বাঁশখালীর শুক্কুর কোম্পানি এবং জাহাঙ্গীর কোম্পানির সরাসরি হস্তক্ষেপে জামিনে মুক্তি পান তিনি। জামিন পেয়েই পন্ডিত বিশ্বাস আরও বৃহৎ পরিসরে দেশের বিভিন্ন অঞ্চলে ফিশিং বোটে নিষিদ্ধ আর্টিসনাল ট্রলিং সরঞ্জাম স্থাপন এবং ট্রলিং জাল তৈরির কাজ শুরু করে। জব্দকৃত আলামত ও আটক ব্যক্তিদের পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন

পূর্বকোণ/পিআর/এএইচ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট