
আগামীকাল (বৃহস্পতিবার) ৮ থেকে ১০ জানুয়ারি চট্টগ্রাম আলিয়ঁস ফ্রঁসেজ মিলনায়তনে অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘চট্টগ্রাম আন্তর্জাতিক প্রামাণ্যচিত্র উৎসব’ (CIDFF)। তিন দিনব্যাপী এই উৎসবে দেশি-বিদেশি বিভিন্ন প্রামাণ্যচিত্রের এক বৈচিত্র্যময় সংগ্রহ প্রদর্শিত হবে।
বিষুব আর্ট অর্গানাইজেশনের আয়োজনে এবং আলিয়ঁস ফ্রঁসেজ চট্টগ্রামের সহযোগিতায় আয়োজিত উৎসবের মূল লক্ষ্য হলো প্রামাণ্যচিত্র নির্মাণকে উৎসাহিত করা এবং সমসাময়িক সামাজিক, রাজনৈতিক ও সাংস্কৃতিক ইস্যুগুলো নিয়ে আলোচনার একটি প্ল্যাটফর্ম তৈরি করা।
উৎসবে কিউরেটেড আন্তর্জাতিক চলচ্চিত্র প্রদর্শনী ছাড়াও বাংলাদেশের প্রামাণ্যচিত্র নিয়ে একটি অফিশিয়াল জাতীয় সিলেকশন বিভাগ থাকবে।
কাউসার হায়দার এবং তানিম ইবনে ইউসুফের কিউরেশনে আন্তর্জাতিক বিভাগে বেশ কিছু প্রশংসিত কাজ স্থান পেয়েছে। এর মধ্যে উল্লেখযোগ্য হলো— Bangla Surf Girl (এলিজাবেথ ডি. কস্টা), Ernest Cole: Lost and Found (রাউল পেক), Mount Mir.age ও Mousumi (দেবাশীষ দাস), Writing Hawa (নাজিবা নূরী) এবং Bhabar Vita (মোল্লা সাগর)।
ফজলে হাসান শিশিরের কিউরেশনে জাতীয় চলচ্চিত্র বিভাগে বাংলাদেশি নির্মাতাদের বেশ কিছু প্রামাণ্যচিত্র প্রদর্শিত হবে। নির্বাচিত চলচ্চিত্রগুলোর মধ্যে রয়েছে— Uboget: The Unsung Tale and Song, Moribar Holo Taar Shahd, Stab in the Dark (I), A Machine (Jontor), The Taste of Honey, Extra – Girls from the Silver Screen, Pankauri, Dear R2m, এবং What Stand on the Verge of a Rebellion।
আয়োজকদের মতে, সিআইডিএফএফ-এর লক্ষ্য হলো চট্টগ্রামে একটি টেকসই প্রামাণ্যচিত্র সংস্কৃতি প্রতিষ্ঠা করা এবং বাস্তব জীবনের আখ্যানগুলোর সাথে দর্শকদের গভীর সংযোগ তৈরি করা। ফরাসি দূতাবাসসহ বেশ কিছু আন্তর্জাতিক সহযোগী প্রতিষ্ঠান এই উৎসবে সমর্থন দিচ্ছে।
আয়োজকরা আশা প্রকাশ করেছেন যে, এই উৎসব প্রামাণ্যচিত্র প্রেমী, নির্মাতা ও গবেষকদের আকৃষ্ট করবে এবং চলচ্চিত্রের মাধ্যমে চিন্তার আদান-প্রদানে সহায়ক ভূমিকা পালন করবে।
পূর্বকোণ/পারভেজ