চট্টগ্রাম বুধবার, ০৭ জানুয়ারি, ২০২৬

সর্বশেষ:

চট্টগ্রাম বিমানবন্দরে ১২০ গ্রাম স্বর্ণসহ যাত্রী আটক

অনলাইন ডেস্ক

৭ জানুয়ারি, ২০২৬ | ১০:৫৫ পূর্বাহ্ণ

চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে দুবাই থেকে আসা এক যাত্রীর ব্যাগেজ তল্লাশি করে ১২০ গ্রাম ওজনের স্বর্ণালংকার জব্দ করা হয়েছে।

মঙ্গলবার (৬ জানুয়ারি) রাতে বিমানবন্দরের কার্গো টার্মিনালে অভিযান চালিয়ে এই স্বর্ণ উদ্ধার করে কাস্টমস এয়ারফ্রেইট শাখা ও এভসেক (AVSEC)।

বুধবার (৭ জানুয়ারি) শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের জনসংযোগ কর্মকর্তা প্রকৌশলী মোহাম্মদ ইব্রাহীম খলিল বিষয়টি নিশ্চিত করেছেন।

বিমানবন্দর সূত্র জানায়, গতকাল মঙ্গলবার সকাল ৯টা ৩০ মিনিটে দুবাই থেকে বাংলাদেশ বিমানের BG148 ফ্লাইটে চট্টগ্রামে আসেন মো. আবু জাহেদ নামের এক যাত্রী।

তার নামে আসা ‘ইউ ব্যাগেজ’ রাত ৮টা ৩০ মিনিটে কার্গো টার্মিনালে স্ক্যানিং করার সময় ভেতরে স্বর্ণসদৃশ বস্তুর অস্তিত্ব পাওয়া যায়। পরবর্তীতে রাত ১২টা ৩০ মিনিটে সিঅ্যান্ডএফ এজেন্ট মাউন্টেইন শিপিং লিমিটেডের প্রতিনিধি নুরুল আলমের উপস্থিতিতে ব্যাগটি খোলা হয়। জুয়েলারি বিশেষজ্ঞের মাধ্যমে যাচাই করে সেখান থেকে ১২০ গ্রাম ওজনের স্বর্ণালংকার জব্দ করা হয়। উদ্ধার এই স্বর্ণের বাজারমূল্য ২১ লাখ ৫৯ হাজার ৯২০ টাকা।
জনসংযোগ কর্মকর্তা প্রকৌশলী মোহাম্মদ ইব্রাহীম খলিল ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, জব্দ স্বর্ণগুলো ডিপার্টমেন্টাল মেমোরান্ডাম (DM) মূলে জব্দ করা হয়েছে। বর্তমানে এগুলো চট্টগ্রাম কাস্টমস হাউসের হেফাজতে রয়েছে। এ ঘটনায় পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

পূর্বকোণ/এএইচ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট