
চট্টগ্রাম কালুরঘাট বিএডিসি অফিসে অস্ত্র প্রদর্শন করে হমকির অভিযোগে আলমগীর হোসেন নামের এক ঠিকাদারকে গ্রেপ্তার করেছে সেনাবাহিনী। সোমবার (৫ জানুয়ারি) সন্ধ্যায় দামপাড়া ওয়াসা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। পরে তাকে আজ মঙ্গলবার সকালে চান্দগাঁও থানায় হস্তান্তর করে সেনাবাহিনীর টাস্কফোর্স-৪।
সেনাবাহিনী সূত্রে জানা গেছে, গেল ৪ জানুয়ারি কালুঘাটের বিএডিসি অফিসে আলমগীর হোসেনের নেতৃত্বে ৯ জনের একটি দল অস্ত্রসহ প্রবেশ করে। পরে তারা নির্বাহী কর্মকর্তা নুরুল ইসলামকে খুঁজতে গিয়ে তাকে না পেয়ে অফিস স্টাফদের গায়ে হাত তোলে ও হত্যার হুমকি দেয়। একই উদ্দেশ্যে ষোলশহরের বিএডিসি অফিসে জোরপূর্বক প্রবেশ করে রিয়াজ মাহমুদ নামের এক কর্মচারীকে মারধর করে। এক পর্যায়ে সহকারী প্রকৌশলী তমাল দাস পরিস্থিতি শান্ত করার চেষ্টা করলে কম্পিউটার অপারেটর ফাহিমকে ঠিকাদার আলমগীর হোসেন শার্টের নিচে রাখা অস্ত্র প্রদর্শন করে ভয়ভীতি দেখাতে থাকে। এ ঘটনায় ভুক্তভোগী নুরুল ইসলাম দামপাড়া আর্মি ক্যাম্প টাস্কফোর্স-৪ এ অভিযোগ দায়ের করেন।এই ঘটনায় মনির ও মামুনসহ জড়িতদের গ্রেপ্তারের চেষ্টা করছে সেনাবাহিনী।
পূর্বকোণ/আরআর/পারভেজ