চট্টগ্রাম বুধবার, ০৭ জানুয়ারি, ২০২৬

সর্বশেষ:

ইয়াবা আত্মসাৎ কাণ্ড: বাকলিয়া থানার আট পুলিশ সদস্য বরখাস্ত

অনলাইন ডেস্ক

৫ জানুয়ারি, ২০২৬ | ৮:৩১ অপরাহ্ণ

চট্টগ্রাম নগরীর বাকলিয়া থানাধীন নতুন ব্রিজ এলাকায় চেকপোস্টে প্রায় এক লাখ পিস ইয়াবা জব্দের পর আত্মসাতের অভিযোগে ৮ পুলিশ সদস্যকে বরখাস্ত করেছে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি)। সোমবার (৫ জানুয়ারি) চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ  কমিশনার হাসিব আজিজ বরখাস্তের নোটিশ এবং এ আদেশ দিয়েছেন।

 

বরখাস্ত হওয়া পুলিশ সদস্যরা হলেন– বাকলিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) মোহাম্মদ আল-আমিন সরকার ও মোহাম্মদ আমির হোসেন, এএসআই সাইফুল আলম, জিয়াউর রহমান, সাদ্দাম হোসেন ও এনামুল হক এবং কনস্টেবল রাশেদুল হাসান ভূঞা ও উম্মে হাবিবা স্বপ্না। পুলিশের এ সংক্রান্ত গঠিত অভ্যন্তরীণ তদন্ত কমিটি রবিবার প্রতিবেদন জমা দেওয়ার পর সিএমপি কমিশনার হাসিব আজিজ ওই পুলিশ সদস্যদের বরখাস্ত করেন।

 

এ প্রসঙ্গে নগর পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার (মিডিয়া) আমিনুর রশীদ বলেন, ‘এ ঘটনায় সিএমপি কমিশনার স্যার বাকলিয়া থানার আট জন পুলিশ সদস্যকে সোমবার সাময়িক বরখাস্তের আদেশ দিয়েছেন। তাদের বিরুদ্ধে বিভাগীয় মামলা করা হচ্ছে। মামলার তদন্ত শেষ না হওয়া পর্যন্ত তারা পুলিশ লাইনসে সংযুক্ত অবস্থায় থাকবেন।’

 

উল্লেখ্য,  গত ৮ ডিসেম্বর রাতে কক্সবাজার থেকে ঢাকাগামী দেশ ট্রাভেলসের একটি এসি বাসে (ঢাকা মেট্রো-ব-১৫-১৬৪২) নতুন ব্রিজ পুলিশ চেকপোস্টে তল্লাশির সময় কক্সবাজার জেলা পুলিশের কনস্টেবল ইমতিয়াজ হোসেনের সঙ্গে থাকা একটি ট্রলি ব্যাগ থেকে আনুমানিক ৮০ হাজার থেকে ১ লাখ ইয়াবা উদ্ধার হয়। উদ্ধার ইয়াবা যথাযথ আইনানুগ প্রক্রিয়া অনুসরণ না করে সংশ্লিষ্ট পুলিশ কর্মকর্তারা আত্মসাৎ করেন এবং রাত আনুমানিক ৩টা ৩০ মিনিটে কনস্টেবল ইমতিয়াজ হোসেনকে ছেড়ে দেওয়া হয়। এই ঘটনায় সংবাদ প্রকাশের পর বিপাকে পড়েন অভিযুক্তরা।

 

পূর্বকোণ/আরআর/পারভেজ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট