চট্টগ্রাম সোমবার, ০৫ জানুয়ারি, ২০২৬

পিসিআইইউ জার্নালিজম ৩৩ ব্যাচের জার্সি উম্মোচন

পিসিআইইউ জার্নালিজম ৩৩ ব্যাচের জার্সি উম্মোচন

অনলাইন ডেস্ক

৩ জানুয়ারি, ২০২৬ | ১০:২০ অপরাহ্ণ

চট্টগ্রামের বেসরকারি বিশ্ববিদ্যালয় পোর্ট সিটি ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির সাংবাদিকতা ও গণমাধ্যম বিভাগের ফুটবল কার্নিভাল উপলক্ষে অফিসিয়াল জার্সি উন্মোচন করেছে বিভাগের ৩৩ তম ব্যাচ।

শনিবার (৩ জানুয়ারী) বিশ্ববিদ্যালয়ের মাঠে মোড়ক উন্মোচন অনুষ্ঠান করা হয়। জার্সির স্পন্সর প্রতিষ্ঠান ছিলেন স্প্ল্যাশ গ্রুপ।

জার্সি উন্মোচনকালে উপস্থিত ছিলেন বিভাগের সিনিয়র শিক্ষক ও ব্যাচ কোর্ডিনেটর প্রশান্ত কুমার শীল, স্প্ল্যাশ গ্রুপের কর্ণধার ও বিশিষ্ট মিডিয়া ব্যাক্তিত্ব তানভীর হায়দার।

এ সময় সিনিয়র শিক্ষক প্রশান্ত কুমার শীল বলেন, ৩৩ ব্যাচের জার্সি বেশ দারুণ হয়েছে। এই ব্যাচের শিক্ষার্থীরা পড়াশোনার পাশাপাশি খেলাধূলায়ও বেশ এগিয়ে রয়েছে।

স্পন্সর প্রতিষ্ঠানের কর্ণধার তানভীর হায়দার  বলেন,  ” এ ধরনের আয়োজনে নিজেকে সম্পৃক্ত করতে পেরে ধন্য মনে করছি। এবং সাংবাদিকতায় অধ্যয়নরত শিক্ষার্থীদের পাশে থাকার ইচ্ছে প্রকাশ করেন তিনি।

ফুটবল কার্নিভাল ও পৌষ উৎসবের আমেজের মাঝে ব্যাচ জার্সি হাতে পেয়ে নিজের নিদারুণ অভিব্যক্তি প্রকাশ করেন ৩৩ ব্যাচের শিক্ষার্থী আব্দুর রহমান ইমন।  তিনি বলেন,  ” এই জার্সি আমাদের ব্যাচের পরিচয় ও স্মৃতি হিসেবে রইবে এবং আমরা এতে উৎফুল্ল”

এ সময় ব্যাচের শিক্ষার্থীদের মধ্যে উপস্থিত ছিলেন, সাঈদ মোহাম্মদ রিমন, মাহতাব রামীম, মো. রায়হান, মেহেদী হাসান, সাকিব, জয়ান্ত বড়ুয়া, শাহনীল চৌধুরী, মমি ভট্টাচার্য, রুবিনা রিতু, নাদিয়া তানহা ও জান্নাতুল মাওয়া আসফি।

 

পূর্বকোণ/পারভেজ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট