
বিশ্বের অন্যতম জনপ্রিয় উচ্চশিক্ষার গন্তব্য অস্ট্রেলিয়া দিন দিন বাংলাদেশি শিক্ষার্থীদের কাছে আরও আকর্ষণীয় হয়ে উঠছে।
আন্তর্জাতিক মানসম্পন্ন শিক্ষা ব্যবস্থা, গবেষণাভিত্তিক পাঠক্রম, আধুনিক অবকাঠামো এবং বহুসাংস্কৃতিক শিক্ষাবান্ধব পরিবেশ অস্ট্রেলিয়াকে ভবিষ্যৎ গড়ার একটি উপযুক্ত দেশ হিসেবে প্রতিষ্ঠিত করেছে।
এই প্রেক্ষাপটে বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য অস্ট্রেলিয়ায় উচ্চশিক্ষার সুযোগ আরও সহজ ও সরাসরি করে তুলতে পিএফইসি গ্লোবাল আয়োজন করতে যাচ্ছে অস্ট্রেলিয়া এডুকেশন এক্সপো। আগামী ১৩ জানুয়ারি সকাল ১১টা থেকে বিকাল ৪টা পর্যন্ত চট্টগ্রামের রেডিসন ব্লু বে ভিউ হোটেলে এই এক্সপো অনুষ্ঠিত হবে।
এই এডুকেশন এক্সপোতে অংশগ্রহণকারী শিক্ষার্থীরা অস্ট্রেলিয়ার বিভিন্ন শীর্ষস্থানীয় বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধিদের সঙ্গে সরাসরি সাক্ষাৎ ও পরামর্শের সুযোগ পাবেন। এ সময় তাঁরা পছন্দের বিষয়ভিত্তিক কোর্স, ভর্তির যোগ্যতা, টিউশন ফি, আবেদন প্রক্রিয়া এবং স্কলারশিপসংক্রান্ত বিস্তারিত তথ্য জানতে পারবেন।
আয়োজকদের তথ্যমতে, অস্ট্রেলিয়ায় উচ্চশিক্ষা শেষে শিক্ষার্থীদের জন্য রয়েছে পোস্ট-স্টাডি ওয়ার্ক পারমিট, বাস্তব কর্মসংস্থানের সুযোগ এবং ভবিষ্যতে স্থায়ীভাবে বসবাসের সম্ভাবনা। এসব বিষয়ে নির্ভুল তথ্য ও দিকনির্দেশনা দিতে এই এক্সপো একটি কার্যকর প্ল্যাটফর্ম হিসেবে কাজ করবে।
এক্সপোতে আগত শিক্ষার্থীরা নিজেদের আগ্রহ ও ভবিষ্যৎ ক্যারিয়ার লক্ষ্য অনুযায়ী উপযুক্ত কোর্স নির্বাচন, ভর্তির জন্য প্রয়োজনীয় কাগজপত্র, আবেদন করার সময়সীমা এবং যোগ্যতা অনুযায়ী সর্বোচ্চ শতভাগ পর্যন্ত স্কলারশিপ পাওয়ার সুযোগ সম্পর্কে জানতে পারবেন। একই সঙ্গে গ্র্যাজুয়েশন সম্পন্ন করার পর চাকরির বাজারে প্রবেশ এবং পার্মানেন্ট রেসিডেন্সির প্রক্রিয়া সম্পর্কেও পরামর্শ দেওয়া হবে।
সবচেয়ে গুরুত্বপূর্ণ দিক হলো, শিক্ষার্থীরা কোনো ধরনের আবেদন ফি ছাড়াই অন-দ্য-স্পট পছন্দের বিশ্ববিদ্যালয়ে আবেদন করার সুযোগ পাবেন। এতে সময় সাশ্রয়ের পাশাপাশি বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে তাৎক্ষণিক প্রাথমিক মূল্যায়নের সুযোগ তৈরি হবে বলে জানিয়েছে পিএফইসি গ্লোবাল।
পিএফইসি গ্লোবালের একজন কর্মকর্তা বলেন, শিক্ষার্থীদের জন্য এই এডুকেশন এক্সপো একটি অল-ইন-ওয়ান প্ল্যাটফর্ম হিসেবে কাজ করবে। বিশ্ববিদ্যালয় নির্বাচন থেকে শুরু করে ভর্তি প্রক্রিয়া, স্কলারশিপ এবং ক্যারিয়ার গাইডেন্স—সব ধরনের তথ্য এক জায়গায় পাওয়ার সুযোগ থাকবে। তাঁর ভাষ্য অনুযায়ী, বাংলাদেশের মেধাবী শিক্ষার্থীদের আন্তর্জাতিক অঙ্গনে এগিয়ে নিতে সহায়তা করাই তাদের মূল লক্ষ্য।
এক্সপোতে অংশগ্রহণকারীদের জন্য বিশেষ আকর্ষণও থাকছে। অন-দ্য-স্পট আবেদনকারীদের জন্য স্মার্টওয়াচ উপহার হিসেবে দেওয়া হবে। পাশাপাশি যেসব শিক্ষার্থী সফলভাবে অস্ট্রেলিয়ার ভিসা পাবেন, তাঁদের জন্য থাকবে অ্যাকশন ক্যামেরা। এ ছাড়া আইইএলটিএস ও পিটিই প্রস্তুতি কোর্সে ৫০ শতাংশ ছাড়সহ আরও বিভিন্ন সুবিধা দেওয়ার কথা জানিয়েছে আয়োজকেরা।
অস্ট্রেলিয়ায় উচ্চশিক্ষার স্বপ্ন পূরণে আগ্রহী শিক্ষার্থীদের জন্য এই এডুকেশন এক্সপোকে সময়োপযোগী ও গুরুত্বপূর্ণ উদ্যোগ হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা।
পূর্বকোণ/ইবনুর